CSK-এর প্রথম ম্যাচে হারের পরও জাদেজার অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করলেন রবি শাস্ত্রীর

Untitled design 2022 03 28T000738.774

মহেন্দ্র সিং ধোনি দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর নতুন মরশুম শুরুর দু’ দিন আগে রবীন্দ্র জাদেজাকে সিএসকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়। ধোনি ৪ বারের চ্যাম্পিয়ন সিএসকে-র লাগাম তুলে দেন জাদেজার হাতে।

অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে তাঁর নতুন দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, তারকা ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এর দায়িত্ব সামলাতে সক্ষম।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে কথা বলার সময়ে রবি শাস্ত্রী বলেছিলেন, প্রথম বারের মতো আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়ার অতিরিক্ত দায়িত্ব জাদেজার ক্রিকেট দক্ষতাকে আরও বাড়াবে।মহেন্দ্র সিং ধোনি দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর নতুন মরশুম শুরুর দু’ দিন আগে রবীন্দ্র জাদেজাকে সিএসকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়।

ধোনি ৪ বারের চ্যাম্পিয়ন সিএসকে-র লাগাম তুলে দেন জাদেজার হাতে। শাস্ত্রী বলেছেন যে, জাদেজা একজন খেলোয়াড় হিসাবে বিকশিত হয়েছে এবং কয়েক বছর ধরে ওর আত্মবিশ্বাসের অনেক উন্নতি হয়েছে।

ভারতের প্রাক্তন কোচের দাবি, ‘জাড্ডু, আমার বন্ধু, শুভকামনা। আমি নিশ্চিত তুমি একজন অধিনায়ক হিসেবে কাজটি সামলাতে সক্ষম। নতুন দায়িত্ব উপভোগ করো, যেমন সাধারণত করে থাকো এবং তুমি একজন ভাল অধিনায়ক হয়ে উঠতে পারবে।’

শাস্ত্রী আরও যোগ করেছেন, ‘বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হয়েছে ও। ভারতের একজন দুর্দান্ত ক্রিকেটার। আমি ওদের গত ৫ বছরে এবং বিশেষ করে গত ৩ বছরে বেড়ে উঠতে দেখেছি।’

তিনি আরও যোগ করেছেন, ‘যে ভাবে জাদেজা ব্যাটিংয়ে মনোযোগ দিচ্ছে, নেটে যে সময় কাটিয়েছে, যে আত্মবিশ্বাস ও খেলায় এনেছে, একজন দুর্দান্ত ফিল্ডার হওয়া এবং বল নিয়ে কাজ করা ছাড়াও, আমি মনে করি ও একজন লাইভওয়ার। ও খুবই উদ্যোমী, ইতিবাচক এবং হাঁটুর ইনজুরি থেকে ওকে ফিরে আসতে দেখে আমি সবচেয়ে খুশি।’প্রসঙ্গত শনিবার আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

You May Also Like