মেসি নয়, সর্বকালের সেরা রোনালদো যেনে নিন হিসাব নিকাশ

সর্বকালের সেরা ফুটবলার কে, এই প্রশ্নে সারা দুনিয়ার ভক্ত-স মর’্থকরা কয়েকটি ভাগে বিভক্ত। একদল লিওনেল মেসিকে এগিয়ে রাখলে অন্যদল এগিয়ে রাখেন ক্রিশ্চিয়ানো রো’নালদোকে।

পেলে, দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে গলা ফাটান আরও দুটি দল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিশারদ ড. টম ক্রফোর্ড এক সমীক্ষা তুলে ধরে জানালেন, সর্বকালের সেরা ফুটবলার রো’নালদো।

সব সময় আলোচনার শীর্ষে থাকা দশজন খেলোয়াড়কে নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন ক্রফোর্ড। সেখানে ক্লাব ট্রফি, আন্তর্জাতিক ট্রফি, ক্লাব গোল, আন্তর্জাতিক গোল, ব্যালন ডি অর (সর্বনিম্ন দুটি), রেকর্ড, জেড-ফ্যাক্টরসহ সাতটি মানদ’ণ্ড অনুযায়ী সর্বকালের সেরা বেছে নিয়েছেন ক্রফোর্ড।

ক্রফোর্ড তার সমীক্ষাটি চালিয়েছেন ১০০ পয়েন্টের মধ্যে, যেখানে সর্বকালের সেরা ‘হতে শতভাগ পয়েন্ট পেয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ম্যানচেস্টার ইউনাটেড তারকা রো’নালদো। দ্বিতীয় হয়েছেন লিওনেল মেসি। পর্তুগীজ তারকার প্রতিদ্বন্দ্বী এবং সর্বশেষ কো’পা আমেরিকার টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পেয়েছেন ৯৪ নম্বর।

৮৫ পয়েন্ট পেয়ে তালিকার তিনে আছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। চারে থাকা সাবেক হা’ঙ্গেরি তারকা ফেরেঙ্ক পুসকাসের সংগহ ৫৭ পয়েন্ট। ব্রাজিলের সাবেক স্ট্রাইকার এবং বিশ্বকাপজয়ী খেলোয়াড় রো’নালদো নাজারিও অবস্থান করছেন পাঁচ নম্বরে। তার নামের পাশে আছে ৫২ পয়েন্ট।

ছয় নম্বরে আছেন মা’র্কো ভ্যান বাস্তেন। ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকারের সংগ্রহ ৪৪ পয়েন্ট। ৩৭ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছেন আর্জেন্টিনা

এবং স্প্যানিশ লা লিগা জায়ান্ট রিয়াল মা’দ্রিদের সাবেক খেলোয়াড় আলফ্রে’ডো ডি স্টেফানো। তালিকার আট’ে থাকতে ফ্রান্সের কিংবদন্তি খেলোয়াড় মিশেল প্লাতিনি পেয়েছেন ৩৩ পয়েন্ট।

৩১ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছেন প্রয়াত ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনা। তালিকার সবার শেষে থাকা ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের সংগ্রহ ৩০ পয়েন্ট।

You May Also Like