বাদ পড়ছে মুম্বাই চেন্নাই দেখেনিন আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে যারা

play

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতোমধ্যেই শেষ হয়েছে ৩৬টি ম্যাচ। প্রথম রাউন্ডে প্রতিটি দল খেলবে ১৪টি করে ম্যাচ। যেখানে সবগুলো দলই অন্তত ৭-৮টি করে ম্যাচ খেলে ফেলেছে। ফলে ইতোমধ্যেই প্লে অফে কারা যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবারের আসরে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা কিংবা প্লে পফের আগেই বাদ পড়তে পারে কারা তা দেখে নেয়া যাক।

এবারের আসরের নবাগত দল গুজরাট টাইটান্স শুরু থেকেই রয়েছে উড়ন্ত ফর্মে। একের পর এক ম্যাচ জয়ের মাধ্যমে তারা ধর রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। মাত্র সাত ম্যাচের মধ্যেই ছয়টিতে জয়লাভ করা গুজরাটের হাতে এখনও রয়েছে আরও সাতটি ম্যাচ। সেখান থেকে যদি অন্তত ২-৩টা ম্যাচ জিততে পারে তাহলেই অনেকটা প্লে অফ নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।

গত আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করা সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আসরে রয়েছে দুর্দান্ত ফর্মে। সাত ম্যাচেই তারা অর্জন করেছে ১০ পয়েন্ট। নিজেদের হাতে এখনও সাত ম্যাচ থাকায় সেখান থেকে আরও অন্তত ৩-৪টি ম্যাচ জিততে পারলে প্লে অফে যাওয়া সহজ হয়ে যাবে তাদের জন্য।

হায়দ্রাবাদের মত একই অবস্থায় রয়েছে রাজস্থান রয়্যালস। সাত ম্যাচ খেলা রাজস্থানের পয়েন্ট ১০। তাই বাকি সাত ম্যাচের মধ্যে অন্তত ৩ ম্যাচ জিততে হতে পারে প্লে অফে যেতে হলে। পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর ১০ পয়েন্ট পেলেও তাদের হাতে আছে ৬ ম্যাচ। তাই ছয় ম্যাচের মধ্যে অন্তত তিন-চার ম্যাচ জিততে পারলে সম্ভাবনা রয়েছে তাদেরও।

সাত ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফে যেতে হলে কিছুটা বেগ পেতে হবে। তাদেরকে অন্তত ১৬-১৮ পয়েন্ট পেতে হলে জিততে হবে চার ম্যাচে। সেই সাথে রানরেটেও এগিয়ে থাকতে হবে।

অন্যদিকে দিল্লী ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মত দলগুলোর নামের পাশে রয়েছে কেবল ৬ পয়েন্ট করে। তাই বাকি ম্যাচগুলোতে জয় পাওয়ার পাশাপাশি উপরের সারির দলগুলোর হারের জন্যও অপেক্ষা করতে হবে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে।

ইতোমধ্যেই প্লে অফের আগে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সাত ম্যাচের কোনোটিতে জয় না পাওয়া মুম্বাই বাকি সাত ম্যাচে জয় পেলেও সম্ভাবনা থাকবে না প্লে অফ খেলার। তবে চেন্নাইর নামের পাশে ৪ পয়েন্ট থাকলেও তাদের প্লে অফ খেলার সম্ভাবনাও নেই বললেই চলে।

You May Also Like