রেকর্ডঃ টি-২০’তে ৪১৩ রানের ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব

20220328 172628

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক ফাফ ডু প্লেসিস, কোহলি ও কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে, কিন্তু এই পাহাড় টপকে দারুণ জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪১৩ রানের রান বন্যার এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ব্যাঙ্গালুরু। জবাবে এক ওভার হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জব। ফলে আসরের প্রথম ম্যাচেই ৫ উইকেটের দারুণ জয় পেল পাঞ্জাব।

এদিন আগে ব্যাট করে ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩ চার ও ৭ ছক্কায় মাত্র ৫৭ বলে ৮৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া শেষ দিলে তিনটি করে চার-ছয়ের মারে ১৪ বলে ৩২ রানের ক্যামিও খেলেন দীনেশ কার্তিক। আর কোহলি অপরাজিত ছিলেন ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলে।

জবাবে পাঞ্জাবের শিখর ধাওয়ানের ২৯ বলে ৪৩, রাজাপাকসের ২২ বলে চার ছক্কায় ৪৩ ও আগারওয়ালের ৩২ রানের পর শেষদিকে ওডেন স্মিথের মাত্র ৮ বলে ২৫ রানের ঝড়ে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব কিংস।

You May Also Like