মাশরাফি ‘বাইরের লোক’ তাকে নিয়ে কথা বলতে চায় না: ডমিঙ্গো

445

২০২০ সালে অধিনায়কত্ব ছাড়ার পর আর জাতীয় দলে খেলেননি মাশরাফি বিন মুর্তজা। প্রাক্তন অধিনায়ককে রাসেল ডমিঙ্গো এক কাপ কফির জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। মাশরাফি কি সেই কফি পেয়েছেন?

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মাশরাফির দল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে নানা ধরনের গুঞ্জন আছে। কেউ কেউ মনে করেন, ২০১৯ সালের শেষভাগ থেকে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করা ডমিঙ্গো মাশরাফিকে দলে চাননি। যার কারণে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার সুযোগটাও হয়নি মাশরাফির।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মাশরাফি একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ডমিঙ্গো তাকে এক কাপ কফি খাওয়াবেন, তিনি সেই কফির অপেক্ষায় আছেন। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর কাছে ঘুরেফিরে আসলো সেই প্রসঙ্গ।তবে ডমিঙ্গো স্পষ্টভাবে জানিয়ে দিলেন, দলের বাইরের কাউকে নিয়ে তিনি সংবাদ সম্মেলনে কথা বলতে চান না। খানিক বিরক্তিও প্রকাশ পেল ডমিঙ্গোর বক্তব্যে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তিনি বলেন, ‘এখন স্কোয়াডে নেই, এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। বাইরের মানুষ কী বলে কী করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় স্যার। আমার মনোযোগ আমার দল, পরিবার, কাজে। এর বাইরে কোনো কিছুতে মনোযোগ নেই।’ডমিঙ্গো অবশ্য সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার সময় ‘হাই’ জানাতে বলেছেন মাশরাফিকে। তিনি বলেন, ‘মাশরাফিকে আমার ‘হাই’ জানিও।’ এই ‘হাই’ কি মুখোমুখি করতে পারবে সাবেক গুরু-শিষ্যকে? সময়ের হাতেই উত্তরটা!

You May Also Like