শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

20231014 192115 wTtW7zl22I

শ্রীলঙ্কার ডাম্বুলায় চলতি মাসে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। ওই সফরে দু’দলের দুটি চারদিনের ম্যাচও রয়েছে। এ উপলক্ষ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সব ম্যাচই হবে ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন আকবর আলী, পারভেজ হোসেন ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী ও রিশাদ হাসানরা।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২২ অক্টোবর। একই ভেন্যুতে ২৫ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি। শেষ ম্যাচটি হবে ১ নভেম্বর থেকে। সিরিজ শেষে ৫ নভেম্বর দেশে ফিরবে বাংলাদেশের ক্রিকেটাররা।

বাংলাদেশ ইমার্জিং দল : মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, প্রিতম কুমার, আকবর আলী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আহমেদ শরিফ, আবদুল্লাহ আল মামুন, পারভেজ হোসেন ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হাসান, হাসান মুরাদ, আইচ মোল্লা ও নাহিদ রানা।

You May Also Like