অস্ট্রেলিয়া-ভারতকে টপকে সর্বোচ্চ জয়ের রেকর্ড বাংলাদেশের

images 15

শেষের পথে ২০২১ সাল। এ বছর ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে কেবল ওয়ানডেতেই ভালো খেলেছে বাংলাদেশ দল। টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক ব্যর্থতা ধরে রেখেছে টাইগাররা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

টেস্ট-টোয়েন্টিতে ব্যর্থ হলেও এ বছর ওয়ানডেতে দারুণ এক রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। ২০২১ সালে ওয়ানডে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে তামিম ইকবালের দল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এ বছর বাংলাদেশ ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এর মধ্যে জয় পেয়েছে ৮টিতে। এ তালিকায় বাংলাদেশের পরেই আছেন ইংল্যান্ড ও ওমান। ৯টি ওয়ানডে ম্যাচ খেলে ইংল্যান্ড ৬টিতে ও ১০ ম্যাচ খেলে ওমান ৬টিতে জয় পেয়েছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

৪টি করে জয় পেয়েছে যথাক্রমে ভারত, আয়ারল্যান্ড, নেপাল, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ৩টি করে ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আমেরিকা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

৩ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ২টিতে ও ৬ ম্যাচ খেলে পাকিস্তান ২টিতে জয় পেয়েছে। দলগুলোর মধ্যে শতভাগ জয় পেয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড।

You May Also Like