টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একাদশ সাজালেন মাহমুদউল্লাহ

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। গ্রুপ পর্বে ভাল ফলাফল করতে পারলেই খেলবে সুপার টুয়েলভে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তাই নিজেদের সেরা তারকা ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ মিশনে যাবে টাইগাররা। তার আগে বিশ্বকাপে বাংলাদেশের কিছু ক্রিকেটারদের নজর রাখতে নজর রাখতে বললেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আজ আইসিসির মিডিয়া বিভাগেকে দেওয়া এক ভিডিও বার্তায় বিশ্বকাপে ‘প্লেয়ার টু ওয়াচ আউট ফর’ এ সাকিব, মোস্তাফিজদের সাথে তরুণ কিছু নাম জানান মাহমুদউল্লাহ।
তিনি বলেন, ‘যদি আমাকে কয়েকটি প্লেয়ারের নাম বলতে হয় আমি প্রথমেই বলবো সাকিবের (সাকিব আল হাসান) নাম। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার, আমাদের দলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এছাড়া মুশফিক (মুশফিকুর রহিম) ও মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান) আছে।’তিনি আরও বলেন, ‘আফিফ (আফিফ হোসেন ধ্রুব), শামীম (শামীম হোসেন), সোহান (নুরুল হাসান সোহান) এর মত বেশ কিছু ইয়াংস্টার আছে যারা নিজেদের জন্য ও দলের জন্য ভালো করছে। এই ইয়াংস্টারদের দিকে চোখ রাখতে হবে বলে মনে করি।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ছোট দলগুলোর সাথে গ্রুপ পর্বে লড়াই করে বিশ্বকাপের মুল পর্বে খেলার ব্যাপারে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি বিশ্বকাপের মত টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই সমানভাবে গুরুত্বপূর্ণ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আপনি যেই প্রতিপক্ষের সাথেই খেলেন না কেনো প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আপনাকে শুরুর বল থেকেই সেরাটা খেলতে হবে। মাইন্ড ফ্রেম ঠিক রেখে আপনি টিম প্রসেসে ফোকাস রাখলে সব ম্যাচ জিততে পারবেন।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিশ্বকাপের আগে অজিদের হারানোর পর কিউইদের হারিয়েও নিজেদের বুস্টআপ করতে চান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমি মনে করি সব দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশেষ করে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা কিছু সিরিজ খেলছি। আমরা যদি ভালো করতে পারি এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারি বিশ্বকাপ শুরুর আগে এই সিরিজগুলো জিতে তাহলে তা আমাদের দলের জন্য বড় বুস্ট হবে।’

You May Also Like