ম্যাচ হারের দোষ যাদের দিলেন অধিনায়ক সাকিব

khelaprotidin.com 2022 08 31T005235.191

আফগানিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে পরাজয়ের পেছনে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ পরবর্তী আলাপচারিতায় তিনি বলেন, প্রথম ৭/৮ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচে ফেরা সব সময়ই কঠিন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ব্যাটারদের ব্যর্থতার পরও যে ম্যাচে অনেক সময় পর্যন্তই টিকে ছিল বাংলাদেশ, সেজন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাকিব।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব বলেন, ‘উইকেটের হিসেবে আমরা ১০-১৫ রান কম করেছি। তবে আমাদের বোলাররা চমৎকার বল করেছে। বিশেষ করে ১৫ ওভার পর্যন্ত বোলারদের দারুণ পারফরমেন্সই আমাদের ম্যাচে টিকিয়ে রাখে। আফগানিস্তান যেভাবে ম্যাচটি শেষ করেছে সে কৃতিত্ব তাদের দিতেই হবে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নাজিবুল্লাহ জাদরানের ক্যামিওতেই মূলত ৯ বল বাকি থাকতেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। আফগানদের ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়ে সাকিব আল হাসান বলেন, ‘আমরা জানতাম, নাযিবুল্লাহ জাদরান খুবই বিপজ্জনক ব্যাটার। এরকম কন্ডিশন ও উইকেটে ভেবেছিলাম, ম্যাচে আমাদের সুযোগ আছে। তবে শেষ পর্যন্ত যেভাবে ব্যাট করেছে আফগানিস্তান, তাতে পুরো কৃতিত্বই তাদের পাওনা।’

You May Also Like