এমবাপ্পে রাজি, তাই চাপ দিচ্ছে না রিয়াল কত টাকায় রিয়াল যাবে এমবাপ্পে

mp

গত গ্রীষ্মকালীন দলবদল থেকেই কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যে চলছে শীতল লড়াই। শুরু থেকেই এই ইস্যুতে লস ব্লাঙ্কোসরা পাশে পেয়েছে ফরাসি তারকাকে। এখনও নিজের সিদ্ধান্তে অটুট এমবাপ্পে। তাই চুক্তি নিয়ে তার ওপর কোনো চাপ প্রয়োগ করছে না রিয়াল মাদ্রিদ। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অতীতে বেশ কয়েকবার গণমাধ্যমকে এমবাপ্পে বলেছেন, রিয়াল মাদ্রিদে যেতে চান তিনি। পিএসজিতে যে এটাই তার শেষ মৌসুম, সেটাও জানিয়েছেন সাবেক মোনাকো ফুটবলার। তার এসব কথাই স্নায়ুচাপ বাড়িয়েছে পিএসজির। কারণ তাদের বৃহৎ ফুটবল প্রকল্পের অন্যতম অংশ আক্রমণভাগের এই খেলোয়াড়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আগামী জুনে এমবাপ্পের সাথে পিএসজির চুক্তি ফুরিয়ে যাবে। তার আগে নতুন চুক্তিতে যেতে চেষ্টার অন্ত নেই প্যারিসের ক্লাবটির। কিন্তু এমবাপ্পে তাদের কথা শুনলে তো! প্রতিবারই চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দলটির হতাশা বাড়িয়েছেন ২৩ বছর বয়সী ফুটবলার।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সফল না হওয়ায় বিভিন্ন মাধ্যম ধরে এমবাপ্পেকে নতুন চুক্তির বিষয়ে রাজি করানোর চেষ্টা করেছে পিএসজি। এসবেও কর্ণপাত করেননি এমবাপ্পে। তার ইচ্ছা এখন একটাই, আগামী জুনেই ছাড়বেন স্বদেশি ক্লাব। মূলত তারকা ফুটবলার পক্ষে থাকার কারণে বাড়তি চিন্তা মাথায় তুলতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। আসন্ন দলবদলে এমবাপ্পেকে বগলদাবা করতে পারলে এক সাথে দুই দিক থেকে লাভবান হবে রিয়াল মাদ্রিদ। প্রথমত, এমবাপ্পে ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় ট্রান্সফার ফির ঝামেলা পোহাতে হবে না। অন্যদিকে আক্রমণভাগে শক্তি বেড়ে যাবে কয়েকগুণ। কারণ ভালদেবেবাসে আগে থেকেই আছেন করিম বেনজেমা, ভিনিচিয়াস জুনিয়র, মার্কো আসেনসিয়োদের মতো ফরোয়ার্ডরা।

You May Also Like