৬ বছর আগের বিশ্ব রেকর্ড ভেঙ্গে শীর্ষ স্থানে মুস্তাফিজ

চলতি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম চার ম্যাচে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের বোলিং ফিগার যথাক্রমে ৪-০-১৬-২; ৪-০-২৩-৩; ৪-০-৯-০ ও ৪-১-৯-২।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চার ম্যাচে ১৬ ওভারে মাত্র ৫৭ রান খরচায় উইকেট নিয়েছেন ৭টি, ইকোনমি রেট ৩.৫৬! ওয়ানডে ক্রিকেটেও ৩.৫৬ ইকোনমি রেটের কথা আজকাল ভাবাই যায় না।
সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে কি না ওভারপ্রতি মাত্র সাড়ে ৩ রান খরচ করছেন মোস্তাফিজ। অসিদের বিপক্ষে বাংলাদেশ যে অল্প রানের পুঁজি নিয়েও দারুণ দুইটি জয়, সেখানে বড় অবদান ছিল দ্য ফিজের।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মোস্তাফিজের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে বাংলাদেশের সাবেক তারকা ওপেনার শাহরিয়ার নাফিস লিখেছেন— এ যেন নিজের সঙ্গে নিজের লড়াই। প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যাওয়া।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

দেশের ক্রিকেটবোদ্ধরা বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজের বল বোঝেন না অসি ব্যাটসম্যানরা। বলতে গেলে এ সিরিজকে ‘মোস্তাফিজ শো’বলা যায়।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে এরই ফাঁকে দুর্দান্ত এক রেকর্ডে ভাগ বসিয়েছেন মোস্তাফিজুর রহমান। যেখানে তিনি দ্বিতীয়। অর্থাৎ ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত এমন গর্বিত রেকর্ডের মালিক আর কেউ নেই মাত্র ২ জন ছাড়া!

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং করে টানা দুই ম্যাচে দশের কম রান দেওয়া দ্বিতীয় বোলার মোস্তাফিজ।
তার আগে ৬ বছর আগে এই কৃতিত্ব করে দেখান কেবল হংকংয়ের পেস বোলিং অলরাউন্ডার আইজাজ খান। নেপালের বিপক্ষে একটি ম্যাচে ৪ ওভারে ৪ রান, আরেকটিতে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে একটি ক্ষেত্রে মোস্তাফিজ এগিয়ে আইজাজের থেকে। মোস্তাফিজ টানা দুই ম্যাচে এ রেকর্ড গড়েন। আর আইজাজের সেই দুই ম্যাচের ব্যবধান ছিল ৮ মাসের । প্রথমটি ২০১৪ সালের নভেম্বরে কলম্বোতে, পরেরটি ২০১৫ সালের জুলাইয়ে বেলফাস্টে।

You May Also Like