প্রথম দল হিসেবে ‘সেঞ্চুরি’র হাতছানি বাংলাদেশের!

450

বুধবার মনে ভয় ধরানো জয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। একদিন বিরতি দিয়ে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করার মিশনে নামবে টাইগাররা। আর এ ম্যাচ জিতলে বিশ্বকাপ সুপার লিগেও বড় অর্জনের দেখা পাবে তামিম ইকবালের দল।চলতি সিরিজ শুরুর আগে খেলা চার সিরিজের ১২ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছিল বাংলাদেশ। সেখান থেকে পাওয়া ৮০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগে টাইগারদের অবস্থান ছিল দ্বিতীয়। প্রথম ম্যাচ জেতার পর ঝুলিতে যোগ হয়েছে দশ পয়েন্ট, বদলায়নি অবস্থান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এখন ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়েছে বাংলাদেশ। তবে শুক্রবারের ম্যাচটি জিতলে শুধু অবস্থানই বদলাবে না, প্রথম দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরিও করে ফেলবে বাংলাদেশ। তাও কি না ইংল্যান্ডের চেয়ে এক ম্যাচ কম খেলেই। এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট ইংলিশদের।শুক্রবার জিতলে বিশ্বের প্রথম দল হিসেবে বিশ্বকাপ সুপার লিগের প্রথম সাইকেলে ১০০ পয়েন্টের দরজা খুলবে বাংলাদেশের। যার সুবাদে পয়েন্ট টেবিলেও এক নম্বরে উঠে যাবে স্বাগতিকরা। পাশাপাশি র‍্যাংকিংয়ে ছয়ের ওঠার পথে আরও একধাপ এগিয়ে যাবে টাইগাররা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অবশ্য প্রথম ম্যাচে ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সের পর জোর দিয়ে জয়ের কথা বলারও সুযোগ নেই। হেড কোচ রাসেল ডোমিঙ্গোও জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচে সব বিভাগেই অনেক উন্নতি করতে হবে তার দলের। সেটি করতে পারলেই মিলবে জয়, হবে পয়েন্টের সেঞ্চুরি।বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে ডোমিঙ্গো বলেছেন, ‘আরও ভালো করতে হবে আমাদের, ভালো খেলতে হবে। আমরা ১৩টি ওয়াইড বল করেছি, একটি ক্যাচ ছেড়েছি, ব্যাটিংয়ে ৪৫ রানে ৬ উইকেট ছিল। গতকালকের পারফরম্যান্সের চেয়ে সব বিভাগেই উন্নতি করতে হবে আমাদের।’

You May Also Like