পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন শোয়েব মালিক।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ ম্যাচর অনন্য নজির গড়েন।

সবার আগে এ কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। এরপর ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো পোলার্ডের রেকর্ডে ভাগ বসান।

শুক্রবার বিপিএলে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমেই পৃথিবীর তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ ম্যাচ খেলার নজির গড়েন শোয়েব মালিক।

Suggested Post :  রোনালদো এবং নেইমারকে শীর্ষ বানিয়ে গুড়ু হলেন লিও মেসি দেখুন হিসাব নিকাশ

এই তালিকায় সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। তিনি খেলেছেন ৬১৪টি। একই দেশের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো খেলেছেন ৫৫৬টি ম্যাচ।

২০০৫ সালের ২৬ এপ্রিল লাহোর ইগলসের বিপক্ষে শিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় শোয়েব মালিকের। শুক্রবার খেলেছেন ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ।

শোয়েব মালিক ক্যারিয়ারে ১২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানের হয়ে খেলেছেন ১২৩টি, ১টি খেলেছিলেন আইসিসি বিশ্ব একাদশের হয়ে। তার চেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন একজন, ভারতের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি খেলেছেন ১৪৮টি টি-টোয়েন্টি।

Suggested Post :  বিপিএল ইতিহাসের পাতায় নাম লেখালেন নাহিদুল ইসলাম

ক্রিকেট শোয়েব মালিক ২৭টি ভিন্ন ভিন্ন দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তান ছাড়া সবচেয়ে বেশি ৬৪টি ম্যাচ খেলেছেন শিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে।

৫০০টি টি-টোয়েন্টিতে শোয়েভ মালিকের সংগ্রহ ১২ হাজার ২৮৭ রান। তার চেয়ে বেশি রান আছে শুধু ক্রিস গেইলের। তিনি সংগ্রহ করেন ১৪ হাজার ৫৬২ রান।