মাত্র পাওয়াঃ হুট করে মুশফিককে নিয়ে নতুন বার্তা দিলেন দীনেশ কার্তিক

Untitled design 2022 05 19T012742.353

৫ হাজার থেকে ১৫ রান দূরে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন মুশফিক। মাইলফলকের সামনে থাকলেও খানিকটা ধীরগতিতেই ব্যাটিং করেছেন ডানহাতি এই ব্যাটার।

আসিথা ফার্নান্দোর বলে দুই রান নিয়ে ৫ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ক্রিকেটে ৯৯তম ব্যাটার হিসেবে এদিন ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মুশফিক। ৫ হাজার রান করতে ১৩৯ ইনিংস লেগেছে তার। মুশফিকের জন্য এটি দারুণ অর্জন বলে জানিয়েছেন কার্তিক।

এ প্রসঙ্গে দীনেশ কার্তিক বলেন, ‘যেকোনো ব্যাটারের জন্য ৫ হাজার টেস্ট রান দারুণ অর্জন এবং সে যা অর্জন করেছে তা দুর্দান্ত। আপনি যখন পতাকাবাহী অথবা মশালবাহী কিংবা প্রথমে কিছু করেন তখন সর্বদা আপনাকে সম্মানের সঙ্গে দেখা হয়। এটি মুশফিকুর রহিমের ক্ষেত্রেও।’

কার্তিক আরও বলেন, ‘বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার তাকে অনুসরণ করার চেষ্টা করে এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে সত্যিই উপভোগ করে। সে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ধারাবাহিকভাবে রান করেছে।’ ‘সে দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দিয়েছে এবং তার ঝুলিতে প্রাপ্তি আছে। আমার মনে হয় সে নিজেকে নিয়ে গর্বিত হতে পারে।’

You May Also Like