শুধু সালাহকে পেতেই সেরা সেরা ৮ জনকে ছাড়তে রাজি বার্সেলোনা!

Untitled design 2022 03 29T171806.095

নতুন মৌসুম শুরু হতে এখনও বাকি বেশ কয়েক মাস। তবে এর মধ্যেই নিজেদের পরিকল্পনা প্রায় গুছিয়ে ফেলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ফরোয়ার্ড লাইনের শক্তি বাড়াতে লিভারপুল থেকে মিসরিয়ান জাদুকর মোহামেদ সালাহকে নিতে চাইছে তারা।

তবে এজন্য যে টাকার প্রয়োজন তা ব্যবস্থা করতে বর্তমান দলের ৮ জন খেলোয়াড়কে ছেড়ে দিতেও রাজি আছে কাতালান ক্লাবটি। সালাহকে না পেলে লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এবং চেলসির আন্দ্রেস ক্রিশ্চেনসেন ও সিজার আজপিলিকুয়েতাকে দলে চায় বার্সেলোনা।

দলবদলের বাজারে নিজেদের চাহিদা পূরণের জন্য গোলরক্ষক নেতো; ডিফেন্ডার সার্জি রবার্তো, ক্লেমেন্ত লংলে, স্যামুয়েল উমতিতি, অস্কার মিঙ্গুয়েজা; মিডফিল্ডার রিকি পুইগ; ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট ও লুক ডি ইয়ংকে বিক্রির জন্য ছেড়ে দিতে রাজি বাররা।

এ খবর জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। এই আটজনের মধ্যে রবার্তোর সঙ্গে চুক্তি নবায়নের কথাবার্তা বলেছে বার্সা কর্তৃপক্ষ। কিন্তু এখন সেই আলোচনা থমকে গেছে। তাই বার্সেলোনায় রবার্তোর ভবিষ্যতের ওপর বড় প্রশ্নবোধক পড়ে গেছে।

You May Also Like