এশিয়া কাপ: শেষ হলো নেপাল ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের টস

1146

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক রকিবুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে বিনা উইকেটে ১১ রান। বিশ্বকাপের আগে যেমন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের যুব ক্রিকেট দল এশিয়া কাপের জন্য। আজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মুখোমুখি হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার শারজায় প্রথম অনুশীলনে নামে রাকিবুল হাসানের দল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক জানালেন, এশিয়া কাপ মিশনে নামতে ভালোভাবেই প্রস্তুত তারা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

“আজ আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। গ্রুপপর্বের প্রথম ম্যাচটা জিতে শুরু করা গুরুত্বপূর্ণ। ভালো ক্রিকেটটা খেলতে চাই প্রথম ম্যাচে।”

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

“আমাদের দল খুব ভালো ছন্দে আছে। আজ আমরা প্রথম অনুশীলন করেছি। সবাই সুস্থ আছে। মাঠে আমরা সেরাটা দেয়ার চেষ্টা করব। পরিকল্পনা যা আছে তা বাস্তবায়ন করব, যাতে ভালো ক্রিকেট খেলে জিতে এশিয়া কাপ শুরু করতে পারি। আমরা ভালোভাবে নামতে প্রস্তুত।”

You May Also Like