সকল দোষ ত্রুটি পিছনে ফেলে সাব্বিরকে নতুন করে সুখবর দিল বিসিবি।

images 2021 12 16T123114.686

সাব্বির রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হঠাৎ করেই ছিটকে পড়েন দল থেকে। এরপর ২ বছরের বেশি সময় তিনি জাতীয় দলের বাইরে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মাঝখানে বেশ কয়েকবার বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে শাস্তির মুখোমুখি হয়েছিলেন। প্রতিবারই এ ধরনের ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসেন। কিন্তু সময় প্রবাহের সাথে সাথে যেন সব বেমালুম ভুলে যান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এইরকম পরিস্থিতি নিয়েই দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় এখন নেই কোনো ফরম্যাটের দলে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলের ব্যাটিং ইউনিটের ব্যর্থতার পর জোরালো হচ্ছে সাব্বিরকে দলে ভেড়ানোর দাবি।এই যে জাতীয় দলে থাকা এবং না থাকা; এই দুই সময়ের পার্থক্য আসলে কতোটা?

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

জাতীয় দলের বাইরে থেকে ইনজুরিতে পড়লে কী অবস্থা দাঁড়ায়? এসব নিয়ে সাব্বির রহমান জানিয়েছেন তাঁর এখনকার অভিজ্ঞতা। এছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় শট খেলার দুর্বলতা কি মানসিক নাকি শারিরীক শক্তিতে?

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আর লেগ স্পিনার তৈরী হচ্ছে না কেন? এসব প্রশ্নের যেমন উত্তর দিয়েছেন তেমনি জানিয়েছেন জাতীয় দলে ফেরার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তাঁকে ঘিরে চলা সব বিতর্ক কি তিনি পেছনে ফেলতে পেরেছেন? সাব্বির রহমানের এই একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল তিতুমীর। দেখতে পারেন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিন সাব্বিরকে জাতীয় দলে নেওয়ার কারণ ব্যখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন মাশরাফির জোড়াজুরির কারণেই তাকে দলের অন্তর্ভুক্ত করা হয়েছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে দেই এটা টোটালি আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালোভাবে দাবি জানিয়েছে তাকে (সাব্বিরকে) স্কোয়াডে নেওয়ার জন্য।’

You May Also Like