২য় দিনের শুরুতেই বিপদে বাংলাদেশ

883

লিটন দাস প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত ১১৩ রান করেন। কিন্তু পরদিন সকালে তাকে বেশিক্ষণ উইকেটে থাকতে হয়নি। দিনের দ্বিতীয় ওভারে ড্রেসিংরুমে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আগেরদিন করা ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে আজকের খেলা শুরু করেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নৌমান আলি করেন দিনের প্রথম ওভার। সেই ওভার থেকে একটি করে সিঙ্গেল নেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

অপরপ্রান্তে আক্রমণে আনা হয় ডানহাতি পেসার হাসান আলিকে। তার ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন লিটন। আম্পায়ার প্রথম আউট দেননি। রিভিউ নিয়ে দিনের প্রথম সাফল্য তুলে নেয় পাকিস্তান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আউট হওয়ার আগে ১১ চার ও ১ ছয়ের মারে ২৩৩ বল থেকে লিটন করেছেন ১১৪ রান। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। লিটনের বিদায়ে ভেঙেছে ২০৬ রানের পঞ্চম উইকেট জুটি।

লিটন ফিরলেও ৮৩ রানে খেলছেন মুশফিক। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি।

You May Also Like