অবশেষে ফুটবলকে বিদায় জানালেন কোটি কোটি ভক্তের প্রিয় আর্জেন্টাইন তারকা

Untitled design 2022 04 05T231841.531

অবশেষে ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়াইন। বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মাঠ মাতানো এই ফুটবলার চলতি মৌসুম শেষেই তুলে রাখবেন বুট জোড়া। এদিকে আমেরিকান দল ইন্টার মিয়ামির হয়ে তৃতীয় মৌসুম খেলছেন হিগুয়াইন। ডিসেম্বরে শেষ হবে চুক্তির মেয়াদ।

শোনা যাচ্ছিল, এরপর স্বদেশী কোনো ক্লাবে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। ক্যারিয়ারের প্রথম ক্লাব রিভার প্লেটে দেখা যেতে পারে তাকে। কিন্তু তার বাবা হোর্হে হিগুয়াইন সকল গুঞ্জনের ডালপালা কেটে জানালেন, তার ৩৪ বছর বয়সী ছেলে ফুটবলকে বিদায় বলে দিবেন।

হিগুয়াইনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে টিএনটি স্পোর্টসকে হোর্হে বলেছেন, “সে আর্জেন্টিনায় ফিরছে না। আমাকে সে বলেছে, এই বছরের শেষে সে অবসর নিতে যাচ্ছে। এই বছর শেষ করছে সে এবং তারপরই ফুটবল থেকে অবসরে যাবে।

এদিকে খেলা ছাড়লেও ছেলেকে ফুটবলের সঙ্গে দেখতে চান হোর্হে, “খেলার পর ফুটবলের সঙ্গেই তাকে দেখতে ভালো লাগবে আমার। সে অনেক জানে, অনেক জায়গায় খেলেছে, সফল হতে সবকিছু করেছে। সে যদি ফুটবল না খেলে সেটা হবে আমার জন্য অপমাজনক।

You May Also Like