দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো বাংলাদেশ!

Untitled design 6

ওপেনিংয়ে দারুণ শুরু এনে বড় সংগ্রহের ভিত দিলেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। সেটাকে কাজে লাগিয়ে রেকর্ড জুটি গড়ার পথে আগ্রাসী ফিফটি তুলে নিলেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী রাব্বি। শেষদিকে ছোট ছোট গুরুত্বপূর্ণ অবদান রাখলেন মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। তাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল টাইগাররা।

শুক্রবার সেঞ্চুরিয়নে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে তারা তুলেছে ৭ উইকেটে ৩১৪ রান।

এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৭ উইকেটে ২৭৮ রান। দেশটিতে সবশেষ সফরে ২০১৭ সালে কিম্বার্লিতে ওই পুঁজি পেয়েছিল টাইগাররা। তবে কুইন্টন ডি কক ও হাশিম আমলার জোড়া সেঞ্চুরিতে ১০ উইকেটের বিশাল হারের তিক্ত স্বাদ নিতে হয়েছিল তাদেরকে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ : ৩১৪/৭ (৫০ ওভার)
সাকিব ৭৭, ইয়াসির ৫০, লিটন ৫০, তামিম ৪১
মহারাজ ৫৬/২, জানসেন ৫৭/২

You May Also Like