বিপিএলকে তলানীতে ফেলে আইপিএলকে নিয়ে অবক করা তথ্য দিলেন ফিজ

inCollage 20220215 190545401 compress98

বাংলাদেশ থেকে এবারের আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দুই কোটি রুপি দিয়ে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। আইপিএলের সুযোগ পেয়ে আনন্দিত মুস্তাফিজুর রহমান। আইপিএলের সর্বপ্রথম ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন মুস্তাফিজ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ওই বছর দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স এবং সর্বশেষে রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবারও তিনি যোগ দিয়েছেন দিল্লিতে। নতুন দলের হয়ে খেলতে মুখিয়ে আছেন মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মুস্তাফিজ লিখেছেন, “নতুন দল, নতুন অভিজ্ঞতা। দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে মুখিয়ে আছি আমি। একটি সফল ও স্মরণীয় আইপিএল মৌসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এবারের আসরে ফেভারিটদের মতোই দল গড়েছে দিল্লি। নিলাম-এর আগে তারা ধরে রেখেছিল রিশভ পান্থ, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, আনরিক নরকিয়াকে। এছাড়াও নিলাম থেকে তারা নিয়েছে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শকে। এছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শার্দুল ঠাকুর, চেতন সাকারিয়া, খলিল আহমেদ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: রিশভ পান্থ (১৬ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি), পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি), আনরিক নরকিয়া (৬.৫ কোটি রুপি), ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি রুপি), মিচেল মার্শ (৬.৫০ কোটি রুপি), শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি রুপি), মুস্তাফিজুর রহমান (২ কোটি রুপি), কুলদীপ যাদব (২ কোটি রুপি), অশ্বিন হেব্বার (২০ লাখ রুপি),


সরফরাজ খান (২০ লাখ রুপি), কমলেশ নাগারকটি (১.১০ কোটি রুপি), কেএস ভারাত (২ কোটি রুপি), মানদীপ সিং (১.১০ কোটি রুপি), খলিল আহমেদ (৫.২৫ কোটি রুপি), চেতন সাকারিয়া (৪.২০ কোটি রুপি), ললিত যাদব (৬৫ লাখ রুপি), ইয়াশ ঢুল (৫০ লাখ রুপি), রোভমান পাওয়েল (২.৮০ কোটি রুপি), প্রবিন ডুবে (৫০ লাখ রুপি), লুঙ্গি এনগিডি (৫০ লাখ রুপি), টিম সেইফার্ট (৫০ লাখ রুপি)।

You May Also Like