বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

1160

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। শুক্রবার (২৪ ডিসেম্বর) বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন। সর্বশেষ সিরিজে জিম্বাবুয়েকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তাছাড়া আগামী ওয়নাডে বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে জাহানারা আলম-সালমা খাতুনরা। তাদের এমন ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি। নারীদের বেতন বাড়ানোর ব্যাপারে পাপন বলেন, ‘গত বছর তাদের (মেয়েদের) ছেলেদের তুলনায় অনেকটা ভালো করেছি। এবার আমরা আরো ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

স্বভাবিকভাবে বিসিবি ১০-১৫ ভাগ হারে বেতন বৃদ্ধি করে। তবে এবার ব্যাতিক্রম ঘটছে নারীদের ক্ষেত্রে। তাদের বেতন বাড়ানো হচ্ছে ৩৩ শতাংশ করে। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে বেশি জোর দিচ্ছে বিসিবি। পাপন বলেন, ‘স্বাভাবিক ভাবে আমরা ১০-১৫ ভাগ করি, তো আমার জানা মতে এবার ৩৩ ভাগ বাড়ানো হচ্ছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তো আমরা মেয়েদের পারিশ্রামিক যারা ভালো খেলে সে অনুযায়ী এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি।’ গত কয়েক বছরে বাংলাদেশ নারী দলের উন্নতির জায়গা স্পষ্ট। ক্রিকেটে নারীদের হাত ধরেই ২০১৮ সালে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব পায় বাংলাদেশ।

You May Also Like