বাবর-আজহারকে শুরুতেই ফেরালেন খালেদ-এবাদত

1021

বৃষ্টির বাঁধায় ভেস্তে গিয়েছিল ঢাকা টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন। মাঠ খেলার অনুপযোগী থাকায় চতুর্থ দিন সকালের প্রথম ঘন্টায়ও খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে সকাল ১০:৫০ মিনিটে খেলা শুরু হলে ওভারকাস্ট কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ ব্রেক থ্রুো এনে দেন খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

২ উইকেটে ১৮৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা পাকিস্তান এদিন স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই হারিয়ে বসে আজহার আলীকে। এবাদত হোসেনকে পুল করতে গিয়ে লিটনের তালুবন্দি হন আজহার। ৫৬ রানে ফেরেন তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

খানিক পর বাবর আজমকে লেগ বিফরের ফাঁদে ফেলেন এবাদত হোসেন। তিন টেস্টের ক্যারিয়ারে এটি তার প্রথম উইকেট। ৭৬ রানে আউট হন পাকিস্তানের এই অধিনায়ক। এই মুহূর্তে ক্রিজে আছেন ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৭০ ওভারে ১৯৮/৪ (ফাওয়াদ ১*, রিজওয়ান ০*) (তাইজুল ১৭-৫-৪৯-২)

You May Also Like