পেরুকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল কোপা আমেরিকার ফাইনালেও উঠে গেছে। সুতরাং, ব্রাজিল দলে আনন্দের সীমা থাকার কথাই না। সেটাই হল। পেরুকে সেমিফাইনালে ১-০ গোলে উড়িয়ে দেওয়ার পরে ড্রেসিংরুম পার্টিতে মাতলেন সেলেসাওরা। স্বাভাবিকভাবেই পার্টির কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। শুধু গান-বাজনা নয়, এই পার্টিতে সেলেকাওদের নাচতেও দেখা গেছে। পার্টির এটা যেন শুরু।





দেখুন ভিডিওটি:-
Neymar is leading the party in Brazil's locker room after their Copa America semifinal win 🎉🇧🇷
(via neymarjr IG) pic.twitter.com/bLyHZjrhIj
— FOX Soccer (@FOXSoccer) July 6, 2021
উল্লেখ্য, চলতি কোপার পাঁচটি ম্যাচে দুটি গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছেন নেইমার। তিনটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তিনি।
Share this: