
ওয়ানডে ক্রিকেটে সাধারণত টপ অর্ডার ব্যাটসম্যানেদের লম্বা ইনিংস খেলার সুযোগ থাকে। তবে তারা ব্যর্থ হলে মিডল অর্ডার কিংবা কখনো কখনো নিচের দিকেও ব্যাটসম্যানেরা বড় ইনিংস খেলতে সক্ষম হন।
👉🏻 আজকের প্রতিবেদনের রয়েছে, ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং পজিশন অনুযায়ী সর্বোচ্চ রানের ১০টি ইনিংস, এবার দেখে নেওয়া যাক:-
১ ও ২ নং) রোহিত শর্মা: ২৬৪ রান = ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার রেকর্ড করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষে তিনি ৩৩টি চার ও ৯টি ছক্কা সাহায্যে ২৬৪ রান করেছিলেন। আর কোন ওপেনিং ব্যাটসম্যানের সর্বোচ্চ রান রোহিতের ধারেপাশে নেই।
৩) চার্লস কভেন্ট্রি: ১৯৪ রান = ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি ৩ নম্বরে ব্যাট করতে নেমে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন, যা এই পজিশনে এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
৪) ভিভ রিচার্ডস: ১৮৯ রান = ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪ ব্যাটিং পজিশনে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান তারকা ভিভ রিচার্ডস ১৮৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
৫) এবি ডি ভিলিয়ার্স: ১৬২ রান= ২০১৫ আইসিসি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স ৫ নম্বরে নেমে মাত্র ৬৬ বলে ১৬২ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। তার এই ইনিংসে সাজানো ছিল ১৭টি চার ও ৮টি ছক্কা।
৬) কপিল দেব: ১৭৫ রান= ১৯৮৩ বিশ্বকাপের জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় অধিনায়ক কপিল দেব ৬ নম্বরে নেমে ১৭৫ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন। জানিয়ে রাখি, এটি ছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
৭) লুক রঁচি: ১৭০ রান= ২০১৫ সালে শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঁচি ৭ নম্বরে নেমে মাত্র ৯৯ বলে ১৭০ রানে অপরাজিত থাকেন।
৮) ক্রিস উকস: ৯৫ রান= ২০১৬ সালে শ্রীলংকার বিপক্ষে ৮ নম্বর ব্যাটিং পজিশনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি (৯৫ রান) খেলেছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস উকস।
৯) আন্দ্রে রাসেল: ৯২ রান= ২০১১ সালে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল ৯ নম্বরে নেমে ৬৪ বলে ৯২ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন।
১০) রবি রামপাল: ৮৬ রান= রাসেলের মতই ওই একই বছরে আবার ভারতের বিপক্ষে রবি রামপালও ৮৬ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন ১০ নম্বরে ব্যাটিং পজিশনে।
১১) মোহাম্মদ আমির: ৫৮ রান= সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। ইংল্যান্ডের বিপক্ষে তিনি ফাইনাল ব্যাটিং পজিশনে ব্যাট করতে নেমে ৫৮ রানের ইনিংস খেলে রেকর্ড করেছিলেন।