চলতি কোপায় বেশ ভালো সময় কাটাচ্ছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত একটি ম্যাচেও পরাজয়ের স্বাদ পায়নি লিওনেল স্কালোনির দল। খেলোয়াড়রাও আছেন দারুন ফর্মে।
a





যদিও মাঠের খেলায় কলম্বিয়াও ছেড়ে কথা বলবেনা। আর্জেন্টিনাকে আটকে দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে যাওয়ার জন্য লড়বে নিজেদের সর্বস্ব দিয়েই।
a





মাঠের খেলার বাইরের নানা বিষয়ও নজরে রাখা জরুরি। তেমনই একটি বিষয় মুখোমুখি পরিসংখ্যানে দুই দলের অবস্থান কেমন। আসুন দেখে নেওয়া যাক হেড টু হেডে কোন দল এগিয়ে আর পিছিয়েই বা কোন দল।
হেড টু হেড (আর্জেন্টিনা-কলম্বিয়া)
a





মুখোমুখি পরিসংখ্যানে কলম্বিয়ার চেয়ে বেশ খানিকটা এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত খেলা ৪০ ম্যাচের ২৩টিতে জিতেছে আলবেসিলেস্তেরা। কলম্বিয়া জিততে সক্ষম হয়েছে মাত্র ৯টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ সমতায় শেষ হয়েছে।