৯০ দশকের এই ৩ ক্রিকেটার এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়নি

image 2022 03 07 235408

ফর্ম থাকলে যে কোনও খেলাতেই স্বচ্ছন্দে খেলে যেতে পারেন সেখানে বয়স গৌন হয়ে যায়। বয়সের সাথে যুদ্ধ করে যেকোনও ক্রীড়াবিদের চলা খুবই কঠিন। আর ক্রিকেটের মাঠে টিকে থাকার জন্য একজন ক্রিকেটারের সর্বোচ্চ স্তরের ফিটনেস প্রয়োজন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কোন ক্রিকেটারই আজীবন তাঁর সেরা পারফর্মেন্স দিতে পারেনা। বিশেষত যে ক্রিকেটাররা ৯০ দশকে নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন, তাদের মধ্যে অনেকেই আজ ২২ গজের মাঠ কে বিদায় জানিয়েছেন। তবে ক্রিকেটের ইতিহাসে এমন ৩ জন ক্রিকেটার আছেন যারা এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন নি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

১) শোয়েব মালিক-: আন্তর্জাতিক ক্রিকেটে মালিকের ক্যারিয়ার শুরু হয় ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মাত্র ১৭ বছর বয়সে অফ স্পিনার হিসেবে প্রথম ম্যাচ খেলেন তিনি। তবে সময়ের সাথে সাথে ব্যাটিংয়েও তিনি তার দক্ষতা দেখান। শেষের দিকে তার ব্যাট করা দেখে দলের কোচ তাকে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ করে দেন আর এরপরেই তিনি হয়ে ওঠেন পাকিস্তানি দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা অলরাউন্ডার। টেস্ট ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করলেও টি-২০ ফরম্যাটে এখনো খেলেন। ক্রিকেটের এই খুদে সংস্করণে খেলার মতো শক্তি এখনও তার রয়েছে বলেই মনে করেন শোয়েব।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

২) ক্রিস গেইল-ঃ ‘দ্যা ইউনিভার্স বস’ ক্রিস গেইল, তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিল ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে। মাত্র ১ রান করেই মাঠ থেকে ফিরে যেতে হয়েছিল তাকে। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার পরবর্তীকালে একের পর এক রেকর্ড করেছে। এখনও পর্যন্ত গেইল ছাড়া বিশ্বের আর কোনও ব্যাটসম্যান এটি রেকর্ড ভাঙতে পারেননি। আবার ক্রিস গেইলের সর্বাধিক টি-টোয়েন্টি রানও একটি রেকর্ড। অন্যদিকে আবার গেইল বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি ওডিআই বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করেছেন। এখনও আন্তর্জাতিক ক্রিকেট দাপটের সাথেই খেলে যাচ্ছেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

৩) হরভজন সিং-ঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেরিয়ে এসেছেন হরভজন সিং। তবে আনুষ্ঠানিকভাবে মাঠ থেকে বিদায় নেওয়ার এখনো বাকি রয়েছে। ভাজির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অনিল কুম্বলের সঙ্গে স্পিনিং জুটি বেঁধে ভারতকে আন্তর্জাতিক স্তরে বোলিং পাওয়ার হাউসে তৈরি করেছিলেন তিনি। ২০১৬ সালে ঢাকায় শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হলেও হরভজন এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে তথা জাতীয় দলকে বিদায় জানাননি, অর্থাৎ অবসর নেননি।

You May Also Like