রামোসের সাথে মেসি! শক্তি বাড়াতে চায় পিএসজি

ক্লাবের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় লিওনেল মেসি এবং সার্জি রামোস এখন মুক্ত। চাইলেই যে কোনো নতুন ক্লাবে যোগ দিতে পারবেন। সেক্ষেত্রে বাধা দেওয়ার কিছু থাকছে না। এমতাবস্থায় এই দুই তারকাকে দলে ভিড়িয়ে শক্তি বাড়াতে চাইছে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

পিএসজির দুই লক্ষ্যের একটি বলতে গেলে প্রায় পূরণ হওয়ার পথে। ফরাসি লিগ ওয়ানের ক্লাবটির সাথে দুই বছরের চুক্তি নিয়ে আলোচনা শেষ করেছেন রামোস। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার বাকি। এমনটাই জানিয়েছে ব্লেচার রিপোর্ট ফুটবল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এক প্রতিবেদনে ব্লেচার রিপোর্ট ফুটবল লিখেছে, ‘পিএসজির সাথে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন রামোস। আপাতত ২০২৩ সাল পর্যন্ত ফরাসি লিগ ওয়ানের ক্লাবটিতে দেখা যাবে তাকে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় রামোসকে ফ্রিতেই পাচ্ছে পিএসজি।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

রামোসকে পেলেও মেসিকে পেতে কঠিন পরীক্ষা দিতে হবে পিএসজিকে। যেটাকে একরকম যুদ্ধ জয়ের সমান বলা যেতে পারে। কারণ নতুন চুক্তি না করলেও সাবেক অধিনায়ককে পেতে বেশ আশাবাদী বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

লাপোর্তা ঘোষণা দিয়েছেন, মেসি নিজেও নাকি বার্সাতেই থাকতে চান। শুধু কিছু প্রক্রিয়ার জন্য এখনও দুই পক্ষের মধ্যে চুক্তি করা সম্ভব হচ্ছে না। গণমাধ্যমকে লাপোর্তা বলেন, ‘আমরা মেসিকে রেখে দিতে চাই। সেও থাকতে চায়। সবকিছু সঠিক পথে আছে। এখন ফেয়ার প্লে নিয়ে কিছু ঝামেলা মেটাতে হবে। দুই পক্ষের জন্য সঠিক সমাধান বের করার প্রক্রিয়া চলছে। সে থাকছে, এই ঘোষণা দিতে পারলে ভালো লাগতো। তবে এই মুহূর্তে সেই ঘোষণা দিতে পারছি না।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

পিএসজি অবশ্য কিছু ভাবতে চাইছে না। তাদের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা চাই। এজন্য মেসির মতো একজন খেলোয়াড় হলে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তাই ছয়বারের ব্যালন ডি অর জয়ীকে পেতে কাড়ি কাড়ি টাকা ঢালতেও প্রস্তুত পিএসজি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

পিএসজির জন্য একটা জায়গায় সুবিধা আছে। দুই বছর ধরে অর্থ সঙ্কটে ভুগছে বার্সা। এর মাত্রা এতটাই বেশি যে রীতিমতো ‍ঋণের বোঝা মাথায় চেপেছে কাতালানদের। তাই মেসির জন্য বার্ষিক ১০ কোটি ইউরো খরচ করতে হিমশিম খেতে হবে তাদের

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বার্সার অর্থ সংকটের সুযোগে মেসিকে শেষ পর্যন্ত পিএসজি যদি নিজেদের করে নেয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

You May Also Like