সেমি ফাইনালে উঠতে মাঠে নামছে আর্জেন্টিনা

আগামীকাল রবিবার সকাল সাতটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কোপার কোয়ার্টার ফাইনাল দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ হারলেই ছিটকে পড়তে হবে আসর থেকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এবার শক্তিশালী স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে ইকুয়েডর। তাই মেসি ভক্তদের একটু দুঃশ্চিন্তা হতেই পারে। যদিও বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়রাও রয়েছে খোশ মেজাজে। সাম্প্রতিক সময়ে দুদলই ছন্দে থাকলেও দুদলের অতীত পরিসংখ্যানও আবার আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। এর মধ্যে ২১ ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা, মাত্র ৫ বার জিতেছে ইকুয়েডর। বাকি ১০টি ম্যাচ ড্র হয়েছে। দুদলের মধ্যকার সর্বশেষ তিন লড়াইয়ে জিতেছে আর্জেন্টিনাই। এর মধ্যে একটিতে জিতেছে ৬-১ ব্যবধানে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চলতি কোপা আমেরিকাতে সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০০৪ সালে। যেখানে ইকুয়েডরকে ৬-১ ব্যবধানে হারিয়েছিল মেসিরা। কোপায় দু’দলের দেখা হয়েছে ১৫ বার। যেখানে কখনই জেতেনি ইকুয়েডর। ড্র করেছে ৫ বার।

You May Also Like