বয়স ৪০ পেরিয়েও গেলেও বিশ্ব ক্রিকেটে ক্রিস গেইল মানেই যেন বোলারদের কাছে ভয়ংকর এক দানব। এই বয়সেল গেইলের ফিটনেসের আরও এক নিদর্শন দেখা গেল চলতি দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট সিরিজের চতুর্থ ম্যাচে।





ব্যাট হাতে ব্যর্থ হলেও সকলকে খানিকটা চমকে দিয়েই প্রোটিয়া ইনিংসের দ্বিতীয় ওভারে গেইলের হাতে বল ধরিয়ে দেন উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। আর প্রথম বলেই সাফল্য। দক্ষিণ আফ্রিকা ওপেনার রিজা হেন্ডরিক্সকে সাজঘরে ফেরত পাঠান গেইল। প্রথম বলেই উইকেট নিয়ে আপ্লুত গেইলকে এরপরেই মাঠে ডিগবাজি মেরে সেলিব্রেট করতে দেখা যায়।





৪১-এর গেইলের দুই হাতে নিঁখুত ডিগবাজি দেখে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। এক দক্ষিণ আফ্রিকান সমর্থক লেখেন, ‘ক্রিস গেল আমাদের অ্যাক্রোব্যাটিকেও পরাস্ত করে দিল। দিনটা সত্যিই আমাদের জন্য খুব কঠিন।’ তো আরেকজন তাঁর নাচ দেখার ইচ্ছাপ্রকাশ করেন।





তবে শুধুই সমর্থক নয়, ‘ইউনিভার্স বসে’র অনুরাগীদের তালিকায় রয়েছে প্রাক্তন ক্রিকেটাররাও। প্রোটিয়া কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইন গেইলের এই ভিডিয়ো দেখে তাঁক দরাজ ‘কুলেস্ট’ ক্রিকেটারের সার্টিফিকেট দিয়ে দেন। ক্রিকেটপ্রেমীরা সকলেই চাইবেন মাঠ এবং মাঠের যেন এভাবেই গেইল তাঁদের মাতিয়ে রাখেন।





দেখুন ভিডিওটি:-
"The guys recommend for me to follow Kevin Sinclair's celebration."
Nailed. It. 💯#WIvSA pic.twitter.com/03jAqyakLf
— Cricket on BT Sport (@btsportcricket) July 1, 2021
Looked that Celebration of 41-years old Chris Gayle, when he picked R Hendricks wicket in 4th T20I match. #WIvSA pic.twitter.com/EXD9LUKYxV
— CricketMAN2 (@ImTanujSingh) July 2, 2021