মেসিকে পেতে ব্রাজিলের ৪ বছর ম্যাচ না জেতা ‘সবচেয়ে বাজে’ ক্লাবের হাস্যরসাত্মক প্রস্তাব!

আজ ১ জুলাই লিওনেল মেসির বার্সেলোনার সাথে চুক্তি শেষ হয়েছে। তাই মেসি এখন ফ্রি এজেন্ট খেলোয়াড় হয়ে গেছেন। অর্থাৎ দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মেসিকে দলে নিতে পারবে যে কোনো দল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আর সেই সুযোগটাই লুফে নিতে চাইছে ব্রাজিলিয়ান ফুটবল দল ইবিস স্পোর্ট ক্লাব। যারা নিজেরাই নিজেদের ডাকনাম দিয়েছে ‘বিশ্বের সবচেয়ে বাজে ক্লাব’, কারণ টানা ৩ বছর ১১ মাস কোনো ম্যাচ জেতেনি তারা। যা কি না গিনেস বুকের বিশ্ব রেকর্ড। সেই ক্লাবই এখন মেসিকে দলে নিতে চাইছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আর দলে নেয়ার কথা বলে দিয়েছে ছয়টি অদ্ভুত প্রস্তাব। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে তারা লিখেছেন, ‘আজ (বুধবার) বার্সার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন। আগামীকাল থেকে মেসির থাকবে নতুন ক্লাব। সাক্ষর করুন মেসি!’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এই ক্যাপশনে করা পোস্টের সঙ্গে একটি চুক্তিপত্রের ছবিও সংযোজন করেছে ইবিস স্পোর্ট ক্লাব। যেখানে লেখা রয়েছে ছয়টি প্রস্তাব। প্রথমটি হলো, মেসির সঙ্গে চুক্তিটি হবে ১৫ বছরের। যা শুরু হবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকেই। পারিশ্রমিক হবে ক্লাবের আয়ের ওপর ভিত্তি করে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ক্লাবের সঙ্গে চুক্তি বহাল রাখতে বেশি বেশি গোল করতে পারবেন না মেসি। পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়া থেকে সাফ বারণ। কেননা ইবিস স্পোর্ট ক্লাবের পরাজয়ের বিশেষ ‘ঐতিহ্য’ রয়েছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরলেও, ইবিস স্পোর্ট ক্লাবে তা পরতে পারবেন না। কারণ ইবিসে ১০ নম্বর জার্সি পরে খেলতেন মাউরো শাম্পু। যিনি ১৯৮৭ থেকে ১৯৯৫ পর্যন্ত ক্লাবের হয়ে খেললেও, কোনো গোল করতে পারেননি। যে কারণে ক্লাবটির সমর্থকদের কাছে বিশেষ সমাদৃত তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মেসিকে দলে পাওয়ার চুক্তির প্রস্তাবে সবচেয়ে হাস্যকর বিষয়টি হলো, এ চুক্তিতে সাক্ষর করার আগে একটি আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার বলতে হবে, ডিয়েগো ম্যারাডোনার চেয়ে পেলে ভালো ফুটবলার। এসব চুক্তি মেনে নিয়ে মেসি চুক্তিপত্রে সাক্ষর করতে আহ্বান জানিয়েছে ইবিস স্পোর্ট ক্লাব।

You May Also Like