এবার তামিমকে চরম অপমানিত করলেন হাসান মাহমুদ!

InCollage 20230929 135606104 SUJMNSH31a

দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তামিমের মতে, তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলায়-ই দল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি নিজেই। এরপর সাকিবও এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং পজিশন পাল্টে খেলতে না চাওয়ার মানসিকতাকে ‘বাচ্চামো’ বলে উল্লেখ করেছেন।

ইতোমধ্যে বিশ্বকাপে অংশ নিতে ভারতে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। যেখানে তাদের বিশ্বকাপের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে মেতে থাকার কথা, সেখানে দুই সিনিয়র ক্রিকেটারের বিবাদই বড় আলোচনার বিষয়। তবে দলের বাইরের বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না ক্রিকেটাররা, এমনটাই দাবি তরুণ পেসার হাসান মাহমুদের।

ভারতীয় এক গণমাধ্যমকে হাসান মাহমুদ বলেছেন, ‘দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। ভালো পারফরম্যান্সের জন্য আমরা রুটিন মেনে অনুশীলন করি যেন নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি (তামিমের বাদ পড়া) এটা নিয়ে বেশি ভাবি না, কারণ, আমি এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি।’

বিশ্বকাপে নতুন বল ভাগ করে নেওয়া নিয়ে তরুণ এই পেসার বলেন, ‘এক বছর ধরে আমরা পেসাররা একটা দল হিসেবে ভালো করছি। তাসকিন ও মোস্তাফিজ আমাদের দেশের জন্য ভালো করেছে। আইপিএলে খেলায় ভারতে খেলার ব্যাপারে বেশ ভালো অভিজ্ঞতাও আছে মোস্তাফিজের। সে তুলনায় একটু কম অভিজ্ঞ হিসেবে বিষয়টি সত্যিই আমার জন্য দারুণ ব্যাপার। বিশ্বকাপে সুযোগ পেলে নিজের সবটুকু উজার করেই বোলিং করব।’

You May Also Like