
বৃষ্টি মাথায় নিয়ে দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরে আগে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে। লকি ফার্গুসন টস জিততেই ব্যাট করার বিষয়ে দ্বিতীয়বার ভাবেননি।
একাদশে নেই তানজিম হাসান সাকিব, তার জায়গায় অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। আর নুরুল হাসান সোহানের জায়গায় ফিরেছেন হাসান মাহমুদ।
নিউজিল্যান্ডের সংগ্রহ : ২৫৪/১০ (ওভার : ৪৯.২)