এক্কা দোক্কা আজকের পর্ব – See here. It is a popular serial drama and it will be seen online if you watch it on TV.
এক্কা দোক্কা আজকের পর্ব 19 সেপ্টেম্বর
আপনি কি এক্কা দোক্কা আজকের পর্ব 19 সেপ্টেম্বর এর ফুল এপিসড খুজছেন? আপনি সঠিক জায়গায় এসে গেছেন । কারন আমরাই আপনাদের জন্য ফুল hd তে বাংলা মিডিয়াম আজকের পর্ব দেখাবো।
গত বছর জুলাই মাসে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছিল ‘এক্কা দোক্কা’র (Ekka Dokka) পথচলা। এক বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে এসেছে রাধিকা, পোখরাজ, অনির্বাণরা। টিআরপি (TRP) তালিকায় তেমন কামাল না দেখাতে পারলেও বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে এই সিরিয়াল (Bengali Serial)। অবশেষে নতুন ধারাবাহিককে স্থান করে দিয়ে শেষ হয়ে যাচ্ছে এই মেগা।
ভিডিওতে দেখুন
এক্কা দোক্কা আজকের পর্ব
মাস খানেক ধরেই শোনা যাচ্ছিল, ‘এক্কা দোক্কা’ শেষ হতে চলেছে। এরপর ‘জল থই থই ভালোবাসা’র (Jol Thoi Thoi Valobasa) প্রোমো প্রকাশ্যে আসার পর সেই জল্পনা আরও তীব্র হয়। কারণ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ‘এক্কা দোক্কা’র স্লটেই শুরু হচ্ছে এই সিরিয়াল। ‘অনিধিকা’ অনুরাগীরা আশা করেছিলেন, হয়তো তাঁদের প্রিয় সিরিয়ালের স্লট বদল হবে। কিন্তু তেমনটা হল না। সপ্তাহের পর সপ্তাহ ধরে স্লটহারা হয়ে অবশেষে শেষ (End) হয়ে যাচ্ছে ‘এক্কা দোক্কা’
A highly well-liked soap opera series is Indian Bengali. Although this series has been airing for a while and has won the hearts of many, the only issue at the moment is that serial is not accessible anywhere on the internet, including YouTube or any website.