অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ হারালো ভারকে (স্কোর বোর্ড)

প্রেমাদাসায় বাংলাদেশ দল পেরেছে। ম্যাচ জমেছে যতো, টাইগার্স লড়াইয়ে এগিয়েছে ততো। ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচ, তবে বোলারদের কল্যাণে শেষ হাসি বাংলাদেশের। এশিয়া কাপের শেষটা

বাংলাদেশ রাঙিয়েই রাখল ভারতকে হারিয়েই। শেষবার বাংলাদেশ এশিয়া কাপে ভারতকে হারিয়েছিলে ২০১২ সালে। ৬ রানে জিতে এশিয়া কাপ শেষ করল সাকিব অ্যান্ড কোম্পানি।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ- ২৬৫/৮ (৫০ ওভার) (সাকিব ৮০, হৃদয় ৫৩, নাসুম ৪৪, মেহেদী ২৯*; শার্দুল ৩/৬৫, শামি ২/৩২)

ভারত – ২৫৯/১০ (৪৯.৫ ওভার) (গিল ১২১, অক্ষর ৪২, সূর্যকুমার ২৬, রাহুল ১৯; মুস্তাফিজ ৩/৫০, তানজিম সাকিব ২/৩২, শেখ মেহেদী ২/৫০)