প্রিয় দল আর্জেন্টিনার ম্যাচ বা খেলা বাদ যাবে এমনটি হতে পারে না। তাই প্রতিনিয়ত আপডেট রাখতে হবে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ কোথায়, কখন ও অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সময় অনুসারে।
প্রতিবছর ফুটবল ক্যালেন্ডার অনুসারে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল প্রায় ৪ থেকে ৬টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে থাকে। আর্জেন্টিনার এ সকল প্রীতি ম্যাচগুলো বিশ্বজুড়ে কোটি ফুটবল প্রিয় দর্শক সমর্থক উপভোগ করে থাকে, কখনো স্টেডিয়ামে বা টিভি সেটের সামনে বসে আবার কখনও বা অনলাইনে।
Leo Messi plays football tonight. ⚽🐐
🎮 Argentina vs Bolivia
🏟️ La Paz Stadium pic.twitter.com/HyFUBKd4Lv— Orbit Barcelona 💫 (@OrbitBarcelona) September 12, 2023
ম্যাচের ধরনঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
দলঃ আর্জেন্টিনা বনাম বলিভিয়া ১৩ই সেপ্টেম্বর, ২০২৩ তারিখ (বুধবার) রাত ২ টায়।
স্টেডিয়ামঃ ওয়ার্কার্স স্টেডিয়াম