লিওনেল মেসিকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে লিওনেল স্কালোনির দল ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির দলটি যেখানে প্রতিটি ম্যাচই জিতেছে। ফলে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে তারা বাছাইয়ের প্রথম ম্যাচে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায়।
ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে নামবে। ওই ম্যাচের ভেন্যু বলিভিয়ার লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম।
#SelecciónMayor 📋Lista de convocados por el entrenador Lionel Scaloni 🇦🇷 para los encuentros de Eliminatorias ante Ecuador y Bolivia pic.twitter.com/dCNmijCfqu
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) August 31, 2023
এর আগে বেশ কিছু কারণে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণায় দেরির কথা জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম দিয়ারিও ওলে। তারা বলছে, এবার নানা কারণে দল যাচাই-বাছাই করতে বেশি সময় লাগছে স্কালোনির। প্রথমত, দলে কিছু খেলোয়াড়ের চোটের শঙ্কা আছে, তাদের জন্য অপেক্ষা করতে গিয়ে দল ঘোষণা করতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ।
পাশাপাশি স্কালোনি নাকি তাঁর ঘোষিত দলে ৫০ জনের বেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন। যেখানে বেশ কিছু খেলোয়াড় থাকবেন অনূর্ধ্ব–২৩ দলের। বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের মূলত ডাকা হচ্ছে অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির জন্য।
সে কারণে ম্যাচ শুরুর সপ্তাহখানেক আগে প্রকাশিত হলো বিশ্বচ্যাম্পিয়নদের দল। যেখানে মেসির দলে ডাক পেয়েছেন বেশ কিছু নতুন মুখও। একইসঙ্গে সেই দল থেকে বাদ পড়েছেন পাউলো দিবালা, মার্কোস আকুনা, জেরোনিমো রুলি এবং লো সেলসোর মতো ফুটবলাররা। এর ভেতর প্রথম তিনজনই ইনজুরিতে আছেন।