দেরিতে হলেও অবশেষে হল এশিয়া কাপের জন্য ৬ দলের স্কোয়াড ঘোষণা। সবার আগে স্বাগতিক পাকিস্তান স্কোয়াড প্রকাশ করে।আর সবার শেষে, টুর্নামেন্ট শুরুর কেবল ১ দিন আগে দল জানায় শ্রীলঙ্কা। দেখা যাক, কেমন হল ৬ দলের স্কোয়াড।
এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই– এশিয়া কাপ। ওয়ানডে বিশ্বকাপের মেগা ইভেন্টের আগে এশিয়ার বড় দলগুলোর উদ্দেশ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন। নিজেদের সেরা শক্তি নিয়েই লক্ষ্য জয়ে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ, পাকিস্তান, ভারত।
আগামী ৩০ তারিখ মুলতানে পাকিস্তান–নেপাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে শ্রীলঙ্কা দিয়ে। ম্যাচটি ৩১শে আগস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টাইগারদের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মুলতানে।
যেমন হল এশিয়া কাপের ৬ দল:
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড–
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
এশিয়া কাপের ভারত স্কোয়াড–
রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, শুবমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, সুরিয়াকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা।
রিজার্ভ– সাঞ্জু স্যামসন।
এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াড–
আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম–উল–হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ–অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি।
ট্রাভেলিং রিজার্ভ– তৈয়ব তাহির
এশিয়া কাপের শ্রীলঙ্কা স্কোয়াড–
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানাকা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহেশ থিকশানা, দুনিথ ওয়েললাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্থ, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।
এশিয়া কাপের আফগানিস্তান স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, করিম জানাত, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হকফারুকী, আবদুল রহমান, মোহাম্মদ সালিম সাফি ও শারাফউদ্দিন আশরাফ।
এশিয়া কাপের নেপাল স্কোয়াড–
রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ (উইকেটকিপার), কুশল ভুর্টেল, ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সন্দ্বীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সন্দ্বীপ জোরা, অর্জুন সৌদ ও শ্যাম ঢাকল।