ওয়ানডে বিশ্বকাপের আর মাস দুয়েকও বাকি নেই। সব ছাপিয়ে এখন অপেক্ষা বাইশগজের দ্বৈরথের। শেষ মুহূর্তে আইসিসি ব্যস্ত বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে। আর ঠিক এমন সময় বিশ্বকাপের অন্যতম ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্সে ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার গভীর রাতে ইডেনে আকস্মিক এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
বিশ্বকাপের মেগা ইভেন্টের আগে এমন ঘটনা যেন ভারতের প্রস্তুতির দিকেই প্রশ্ন তুলে দিলো। বুধবার আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে যায় ফায়ার সার্ভিাসের দুটি ইউনিট। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ জানিয়েছেন, ড্রেসিংরুমের ভেতরে যে ‘স্টিম রুম’ রয়েছে, সেখানেই কোনোভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ড্রেসিংরুমে সাধারণত স্টিম রুম, সনা বাথ থাকে। ক্রিকেটারেরা চাপ কমানোর জন্য নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্যবহার করেন। সেই স্টিম রুমে আগুন লাগা কিছুটা চিন্তায় ফেলেছে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি)।
গত শনিবার ইডেন পরিদর্শনে গিয়েছিলেন আইসিসি এবং বোর্ডের প্রতিনিধিদল। ইডেনের পরিকাঠামো নিয়ে তেমন জোরালো অভিযোগ না থাকলেও অন্দরসজ্জার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর মধ্যে শৌচাগার, ফুড কোর্ট, হসপিটালিটিতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। বদলে ফেলা হচ্ছে মূল প্রবেশপথ, সাজঘর এবং নীচতলার অন্দরসজ্জা। সেই কাজ করতে গিয়েই বিপদ হয়েছে।
শনিবার সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী জানিয়েছিলেন, আইসিসি এবং বোর্ডের প্রতিনিধিদল সব কিছু দেখে খুশি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার পরিদর্শনে আসার কথা রয়েছে তাদের। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব কাজ শেষ করে ফেলতে হবে। স্নেহাশিস আশাবাদী ছিলেন, নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ করে ফেলতে পারবেন তারা। কিন্তু বুধবারের পর স্বাভাবিকভাবেই পরিস্থিতি কিছুটা হলেও বদলে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে খবর, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইডেনের ড্রেসিংরুম মেরামতের কাজ চলছিল। বুধবার রাত ১১টা ৫০ নাগাদ আচমকা ধোঁয়ায় ভরে যায় সাজঘর। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গেই দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
এক কর্মকর্তা বলেন, ‘শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পেছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। সাজঘরে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। গ্রুপপর্বে স্বাগতিক ভারত-দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশের দুটি ম্যাচ হবে এই মাঠেই। এছাড়া একটি সেমিফাইনালের ভেন্যু ইডেন।