20230806 140817 akIRmSgO9C

লঙ্কান গায়িকা ইয়োহানির সঙ্গে গান গাইলেন সাকিব (ভিডিও)

বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফিটনেস ক্যাম্পে ঘাম ঝরালেও সাকিব ব্যস্ত শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে। এলপিএলে গল টাইটান্সের হয়ে খেলছেন তিনি। পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত তার দল শীর্ষে, সাকিবও পারফর্ম করছেন ব্যাটে-বলে। বলা যায় শ্রীলঙ্কায় ফুরফুরে মেজাজেই রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।

ফুরফুরে মেজাজে সাকিব গান গেয়েছেন লঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভার সঙ্গে। ২০২০ সালে ‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে সবার নজর কেড়েছিলেন ৩০ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী। এলপিএলের এবারের আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।

এলপিএল তাদের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ইয়োহানির প্রশ্নে শ্রীলঙ্কার সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলেন সাকিব। শুরুতেই সাকিবের কাছে লঙ্কা প্রিমিয়ার লিগ সম্পর্কে জানতে চান ইয়োহানি। জবাবে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকে আমি শ্রীলঙ্কায় আসছি। বাংলাদেশ দলও এখন এক-দুই বছরে এখানে খেলতে আসে। আর এলপিএলের সঙ্গে এবারই আমার প্রথম। আমি খুবই এক্সসাইটেড, দলও ভালো করছে।’

শ্রীলঙ্কার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, সাকিবকে এ প্রশ্ন করেন ইয়োহানি। সাকিব বলেন, ‘বেশ, এই দেশটা খুবই অতিথিপরায়ণ। মানুষ বন্ধুত্বপূর্ণ। দেশটিও সুন্দর।’

এরপর সাকিবকে গান গাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন ইয়োহানি। তাকে বলা হয় ভারতীয় কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রাফির ‘আজকা তেরে মেরে পেয়ার কে চার্চে’ গান গাইতে। সাকিবও সুর মেলানে ইয়োহানির সঙ্গে। যদিও দুই লাইনের বেশি গাইতে হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে।’