পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ঃ এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে হয়। পাসপোর্ট তৈরি করার আগে আমাদের অবশ্যই জানা দরকার পাসপোর্ট করতে কত টাকা লাগে। আপনার যদি এ বিষয়টা জানা থাকে। তাহলে পাসপোর্ট করতে গিয়ে পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।
তাই আজকে আপনাদের সুবিধার্থে আমরা ৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ ও ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ তা সম্পর্কে আলোচনা করব। তাই এ বিষয়ে বিস্তারিত জানতে আজকে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩
পাসপোর্ট করতে কত টাকা লাগে এটা নির্ভর করবে আপনি কত বছর মেয়াদে পাসপোর্ট করতে চাচ্ছেন। বর্তমান বাংলাদেশের ই পাসপোর্ট সেবা চালু হয়েছে। এ কারণে আপনি ৫ বছর মেয়াদি পাসপোর্ট ও ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে পারবেন।
তাই ৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কম টাকা লাগবে। আবার ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে তুলনামূলকভাবে বেশি টাকা লাগবে। চলুন দেখানো যাক কোন পাসপোর্ট করতে কত টাকা লাগবে।
৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩
48 পৃষ্ঠা এবং 5 বছরের মেয়াদ সহ পাসপোর্ট
- 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি: 4,025 টাকা
- 10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি: 6,325 টাকা
- সুপার এক্সপ্রেস 2 দিনের মধ্যে ডেলিভারি: 8,625 টাকা
64 পৃষ্ঠা এবং 5 বছরের মেয়াদ সহ পাসপোর্ট
- 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি: 6,325 টাকা
- 10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি: 8,625 টাকা
- সুপার এক্সপ্রেস 2 দিনের মধ্যে ডেলিভারি: 12,075 টাকা
১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩
48 পৃষ্ঠা এবং 10 বছরের মেয়াদ সহ পাসপোর্ট
- 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি: 5,750 টাকা
- 10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি: 8,050 টাকা
- সুপার এক্সপ্রেস 2 দিনের মধ্যে ডেলিভারি: 10,350 টাকা
64 পৃষ্ঠা এবং 10 বছরের মেয়াদ সহ পাসপোর্ট
- 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি: 8,050 টাকা
- 10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি: 10,350 টাকা
- সুপার এক্সপ্রেস 2 দিনের মধ্যে ডেলিভারি: 13,800 টাকা
পাসপোর্ট ফি জমা দেওয়ার নিয়ম
সাধারণত আপনি দুই রকম ভাবে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। প্রথমত আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করে। দ্বিতীয়ত অনলাইনে পাসপোর্ট ফি জমা দেওয়া। তবে বর্তমান যখন তথ্য প্রযুক্তির যুগ, তাই সকলেই মোবাইল ব্যাংকিং অর্থাৎ অনলাইনের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিয়ে থাকে।
শেষ কথা
আশা করি,পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ তা আপনি জানতে পেরেছেন। এছাড়াও ই পাসপোর্ট ফি সম্পর্কে বিস্তারিত জানতে। http://www.dip.gov.bd/ এই লিংকে ক্লিক করতে পারেন। এর পাশাপাশি আজকের আর্টিকেল সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।