বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম ২০২৩ঃ বর্তমান সময়ে বাংলাদেশ সরকার বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দিচ্ছেন। তবে অনেক শিক্ষার্থী ও অভিভাবক জানে না বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম কি।
তাই আপনাদের সুবিধার্থে আজকে আমরা বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। এজন্য আজকের এড়িয়ে না গিয়ে মনোযোগ সহকারে পড়তে থাকুন।
বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম ২০২৩
দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা হল বিকাশ। দীর্ঘদিন ধরে বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা টাকা লেনদেন করে থাকি। বিকাশ মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয়তার কারণে এবার বাংলাদেশ সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বিকাশের মাধ্যমে দিচ্ছে।
তবে অনেকেই ভয় পাচ্ছেন, বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম ও তোলার উপায় কি। একদম সহজ উপায়ে আপনার বিকাশ একাউন্টের টাকা দেখতে পারবেন। দুটি উপায়ে বিকাশে উপবৃত্তির টাকা দেখা যাবে। প্রথমত ইউএসএসডি কোডের মাধ্যমে, দ্বিতীয়ত বিকাশ অ্যাপের মাধ্যমে।
USSD কোড দিয়ে বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
বিকাশের উপবৃত্তির টাকা দেখার সব থেকে সহজ নিয়ম হলো ইউএসএসডি কোড ব্যবহার করা। USSD কোড দিয়ে সকল ফোনের বিকাশে উপবৃত্তির টাকা দেখা যাবে। চলুন USSD কোড দিয়ে বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম দেখে নেই।
সর্বপ্রথম আপনার যে সিম থেকে বিকাশ একাউন্ট খোলা, সেই সিম থেকে *২৫৭# ডায়াল করুন। তারপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। আপনি যেহেতু টাকা দেখতে চাচ্ছেন। এজন্য “My bKash” অপশনে যেতে হবে। এজন্য 9 লিখে Send এ ক্লিক করুন।
এখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। ঠিক নিচের ছবির মতো। এর মধ্যে থেকে আপনাকে “Balance check” অপশনে যাওয়ার জন্য 1 এ ক্লিক করে Send করুন।
তারপর আপনার সামনে আরো একটি পেজ আসবে। এখানে লেখা থাকবে “Enter Menu PIN” মানে, বিকাশ একাউন্টের পিন দিতে হবে। পিন দেওয়ার পর send এ ক্লিক করুন।
এখন নিশ্চয় আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারছেন। এভাবেই মূলত স্টেপ বাই স্টে মাত্র চারটি ধাপ সম্পূর্ণ করে আপনার বিকাশ একাউন্টে উপবৃত্তি টাকা দেখতে পারবেন।
বিকাশে উপবৃত্তি টাকা দেখানোর সবথেকে সহজ একটি উপায় হল বিকাশ অ্যাপ ব্যবহার করা। বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন। তারা এক ক্লিকের মাধ্যমে বিকাশ অ্যাপ দিয়ে উপবৃত্তির টাকা দেখতে পারবেন।
এই জন্য আপনাকে সর্বপ্রথম বিকাশ অ্যাপ ইন্সটল করতে হবে। আপনার ফোনে যদি বিকাশ অ্যাপ ইন্সটল না থাকে। তাহলে গুগল প্লে-স্টোর থেকে “বিকাশ অ্যাপ” ইন্সটল করুন।
এখন আপনাকে সরাসরি বিকাশ অ্যাপ ওপেন করতে হবে। ওপেন করার পর যে মোবাইল নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খোলা, সেই মোবাইল নাম্বার ও পরবর্তী অপশনে পিন নম্বর দিতে হবে। তারপর লগইন এ ক্লিক করুন।
এ পর্যায়ে আপনার সামনে বিকাশ অ্যাপের হোম পেজ চলে আসবে। এখন সবার উপরে লেখা আছে “Balance check” অপশন। “Balance check” অপশনে ক্লিক করুন। আপনার একাউন্টে কত টাকা আছে তা নিশ্চয়ই দেখতে পারছেন।
পরিশেষে
এই ছিল আজকে বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আজকে আলোচনা থেকে কিভাবে বিকাশে উপবৃত্তির টাকা দেখতে হয় তা আপনি জানতে পেরেছেন। এছাড়াও যদি টাকা দেখতে কোন প্রকার সমস্যা হয়। তাহলে আমাদের ব্লগে কমেন্ট করে জানাবেন।