ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে বাংলাদেশ ও ভারত। প্রথম ইনিংসের ১৪তম ওভারে নিজের কোটার প্রথম ওভার করতে এসেছিলেন রাকিবুল। প্রথম তিন বলেই পরাস্ত হন ভারতীয় ব্যাটার নিকিন জস। চতুর্থ বলটিতে এগিয়ে এসে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন নিকিন। বল ব্যাট মিস করে গেছে। উইকেটের পেছনে বুদ্ধিদীপ্ত স্টাম্পিং করেন আকবর।
খালি চোখে বা জুম ইন করে যতটুকু দেখা যাচ্ছে, স্টাম্পিংয়ের সময়ে ব্যাটারের পা গ্রাউন্ডেড ছিল না! আর তাই সিদ্ধান্ত জানাতে খুব বেশি রিভিউয়েরও দরকার পড়ে না। থার্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদিও কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে আউটের সিদ্ধান্ত দিয়ে দেন। ততক্ষণে উদযাপন শুরু করে দিয়েছেন সাইফ হাসানের দল। ব্যাটসম্যান নিকিনও ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন।
মাঠের অনফিল্ড আম্পায়ার ব্যাটারকে দাঁড়াতে বলেন। কয়েক সেকেন্ড পর সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউটের সবুজ সিগন্যাল দেন টিভি আম্পায়ার! এমন ঘটনাই ঘটল আজ।
India & the umpire doing Exactly what India does against Bangladesh in 2015 World Cup Quarterfinals and now in Emerging Asia cup 2023 Semi Finals. Cheater India for a reason. #AsiaCup2023 #INDvBAN #CheaterIndia #ESPN #Cricket #bdnews pic.twitter.com/cno6atEc6e
— Monirul Ibna Rabjal 🇧🇩🇫🇷 (@In2Monirul) July 21, 2023
অবশ্য সে যাত্রায় নিকিন জস বেঁচে গেলেও কয়েক ওভার পরেই বাংলাদেশ ‘এ’ দল অধিনায়ক সাইফ হাসানের বলে সাজঘরে ফিরেছেন তিনি। ভারতও ব্যাটিংয়ে নেমে সুবিধাজনক অবস্থায় নেই। শুরুতে ব্যাট করতে নেমে এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে। ২৯ ওভার শেষে তাদের সংগ্রহ ১০৫ রান।
তবে আম্পায়ারের আউট এবং ফের নট আউটের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। এর আগেও ভারতের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ-এমন দাবি অনেকের। সাম্প্রতিক সময়ে এই দুই প্রতিবেশীর ম্যাচ ঘিরেও বাড়তি উত্তাপ থাকে। সেটি জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যে পর্যায়েই হোক না কেন।