নগদ ব্যালেন্স চেক করার উপায়

নগদ ব্যালেন্স চেক করার উপায়ঃ বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা হল নগদ। নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা সাধারণত টাকা লেনদেন করে থাকি। আপনার যদি একটি নগদ একাউন্ট থাকে। তাহলে অবশ্যই নগদ একাউন্টে কত টাকা আছে তা চেক করতে হবে।

নগদ একাউন্টে কত টাকা আছে এর জন্য নগদ ব্যালেন্স চেক করার উপায় জানতে হবে। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমরা নগদ ব্যালেন্স চেক করার সহজ উপায় সম্পর্কে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনা শুরু করি।

নগদ ব্যালেন্স চেক করার উপায়

নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট বা সেন্ড মানি করার পর আপনার একাউন্টে কত টাকা আছে তা জানা দরকার। নগদ একাউন্টে ব্যালেন্স চেক করার নিয়ম অনেকেই জানে না। তবে আপনি যদি একজন নগদ গ্রাহক হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনাকে নগদ ব্যালেন্স চেক করার উপায় জানতে হবে।

আপনি দুই রকম ভাবে নগদ ব্যালেন্স চেক করতে পারবেন। USSD কোড এর মাধ্যমে ব্যালেন্স চেক ও অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক। নিচে নগদ একাউন্টে টাকা দেখার দুটি নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।

USSD কোড এর মাধ্যমে নগদ ব্যালেন্স চেক করার উপায়

নগদ একাউন্টে কত টাকা আছে তা সহজেই USSD কোড ডায়াল করার মাধ্যমে জানতে পারবেন। এন্ড্রয়েড বা বাটন, যেকোনো ফোন দিয়েই USSD কোড ডায়াল এর মাধ্যমে নগদ একাউন্টের ব্যালেন্স দেখা যাবে। তাই নিচের ধাপগুলো অনুসরণ করে USSD কোড ডায়াল করে নগদ একাউন্টে কত টাকা আছে তা চেক করুন।

  1. প্রথমে ফোনের ডায়াল প্যাড থেকে সরাসরি ডায়াল করুন *১৬৭#।
  2. উপরের কোড ডায়াল করার পর, আপনার সামনে বেশ কয়েকটি অপশন চলে আসবে।
  3. তবে এর মধ্যে থেকে My Nagad অপশনে যাওয়ার জন্য 7 লিখে সেন্ড করুন।
  4. এরপর আপনার সামনে আরো কিছু ফিচার চলে আসবে। যেহেতু আপনি ব্যালেন্স চেক করতে চাচ্ছেন। তাই 1 অপশন এ ক্লিক করে “Balance Enquiry” তে যেতে হবে।
  5. তারপর আপনাকে নগদ একাউন্টের চার সংখ্যার পিন কোড দিতে হবে। কোনক্রমে পিন নাম্বার ভুল করা যাবে না।
  6. পিন কোড দেওয়ার পর Send অপশনে ক্লিক করুন। তারপর আপনার নগদ একাউন্টে কত টাকা আছে এটা দেখতে পারবেন।

অ্যাপের মাধ্যমে নগদ ব্যালেন্স চেক করার উপায়

আমরা সবাই জানি, নগদ মোবাইল ব্যাংকিং এর নিজস্ব একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। সাধারণত অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্যই নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস চালু করা হয়েছে। তাই আপনি যদি একজন এন্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে অবশ্যই অ্যাপের মাধ্যমে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন।

নগদ অ্যাপ এর মাধ্যমে একাউন্টের ব্যালেন্স চেক করা একদমই সহজ। মাত্র এক ক্লিকের মাধ্যমে জানতে পারবেন আপনারা নগদ একাউন্টে কত টাকা আছে। চলুন অ্যাপের মাধ্যমে নগদ ব্যালেন্স চেক করার উপায় কি তা দেখে নেই।

  • সর্বপ্রথম আপনার মোবাইলে নগদ অ্যাপ ইন্সটল থাকতে হবে। যদি ইন্সটল থাকে তাহলে তো ভালো কথা। আর যদি ইনস্টল না থাকে তাহলে এখন ইন্সটল করে নিন।
  • এখন আপনাকে সরাসরি নগদ অ্যাপে প্রবেশ করতে হবে। তারপর চার সংখ্যার পিন কোড দিয়ে Login অপশনে ক্লিক করুন।
  • লগইন করার পর, নগদ অ্যাপের ফিচার আপনার সামনে চলে আসবে। এখন সরাসরি “Tap for Balance” অপশন ক্লিক করুন।
  • সর্বোপরি “Tap for Balance” ক্লিক করার পর, আপনার একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারবেন।

পরিশেষে

এই ছিল আজকে নগদ ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে আমাদের বিস্তারিত একটি আলোচনা। আশা করব, আজকের আলোচনার মাধ্যমে খুব সহজেই আপনার নগদ একাউন্টে কত টাকা আছে তা চেক করতে পারবেন। এছাড়াও যদি নগদ ব্যালেন্স চেক করতে কোন রকম সমস্যা হয়। তাহলে আমাদের ব্লগে কমেন্ট করে জানাবেন। আমরা সহযোগিতা করার চেষ্টা করব।