মোবাইলে ssc রেজাল্ট দেখার নিয়ম

‌মোবাইলে ssc রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

মোবাইলে ssc রেজাল্ট দেখার নিয়ম: মোবাইল ফোন হলো আমাদের জীবনের অবিচ্ছেদ একটি অংশ । জীবনের অনেক কঠিন কাজও সহজ করে দিয়েছে এই মোবাইল ফোন। এখন সবার হাতে হাতে একটি করে স্মার্টফোন। একটা সময় আমরা ভাবতাম মোবাইলের মাধ্যমে যদি বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারতাম।

তাহলে আমাদের আর স্কুল / কলেজে গিয়ে রেজাল্টের জন্য দৌড়াদৌড়ি করতে হতো না। আমাদের ভাবনাটাই আজ সত্যিতে পরিনত হয়েছে। প্রযুক্তির এই যুগে আপনি ঘরে বসেই মোবাইলে ssc রেজাল্ট দেখতে পারবেন। আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না। ‌

কিন্তু এটাই সত্য, মোবাইলেই যেকোনো পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। আজকে আমরা কথা বলব মোবাইলে ssc রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে। চলুন দেরি না করে, আমাদের মূল আলোচনা শুরু করি।

‌মোবাইলে ssc রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

প্রতিবছর আমাদের দেশে হাজার হাজার ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ঠিক এ বছরেও হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। এসএসসি পরীক্ষার শেষ হবার পরে আমরা অধির আগ্রহে অপেক্ষা করি রেজাল্ট কবে বের হবে

এবার সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ২৮ জুলাই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে। তবে অনেক এসএসসি পরীক্ষার্থী রয়েছে যারা মোবাইলে ssc রেজাল্ট দেখার নিয়ম জানে না। তাই সে সকল শিক্ষার্থীদের সুবিধার জন্য আজকে আমরা মোবাইলে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার নিয়ম সম্পর্কে আলোচনা করব।

আপনি দুই রকম ভাবে মোবাইলে ssc পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। প্রথমত মেসেজ এর মাধ্যমে এবং দ্বিতীয়ত অনলাইনের মাধ্যমে। নিচে মোবাইলে ssc রেজাল্ট দেখার দুই নিয়ম সম্পর্কেই আলোচনা করা হলো।

Read more: এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

মেসেজ এর মাধ্যমে ssc রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে ssc পরীক্ষার রেজাল্ট বের করার সবচেয়ে সহজ উপায় হলো SMS। মেসেজ এর মাধ্যমে খুব সহজেই এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন। মেসেজ এর মাধ্যমে মোবাইলে ssc রেজাল্ট দেখার নিয়ম নিম্নরূপ।

  1. প্রথমে ফোনের massage অপশনে যেতে হবে।
  2. তারপর সরাসরি লিখুন SSC‌।
  3. এখন একটি space দিয়ে নিজের শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর বড় হাতের লিখুন।
  4. শিক্ষাবোর্ডের নাম লেখার পর, একটা space দিয়ে রোল নম্বর লিখুন।
  5. তারপর আরও একটি space দিয়ে পরীক্ষার বছর লিখুন।
  6. সর্বশেষ 16222 নাম্বরে পাঠিয়ে দিন।

উদাহরণস্বরূপঃ SSC RAJ 15124 2023 তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

সকল শিক্ষাবোর্ডের প্রথম ৩টি অক্ষর

আমরা অনেকেই জানে না, নিজের শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর কি হবে। তাই আপনাদের সুবিধার্থে সকল শিক্ষাবোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখে দেওয়ার চেষ্টা করলাম।

  • ঢাকা বোর্ড= DHA
  • রাজশাহী বোর্ড= RAJ
  • চট্টগ্রাম বোর্ড= CHI
  • কুমিল্লা বোর্ড= COM
  • দিনাজপুর বোর্ড= DIN
  • বরিশাল বোর্ড= BAR
  • সিলেট বোর্ড= SYL
  • যশোর বোর্ড = JES
  • ময়মনসিংহ বোর্ড= MYM

অনলাইনে ssc রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

ssc রেজাল্ট দেখার অন্যতম সহজ উপায় হলো শিক্ষাবোর্ডের ওয়েবসাইট। শিক্ষাবোর্ডের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে মোবাইলে ssc রেজাল্ট বের করুন।এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

  • প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
  • http://www.educationboardresults.gov.bd/ এই লিংকে ক্লিক করুন।
  • Examination: এখানে SSC/Dakhil সিলেক্ট করতে হবে।
  • Year: যেহেতু আপনি ২০২৩ সালের পরীক্ষার্থী। এজন্য 2023 সিলেক্ট করুন।
  • Board: যে শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষাবোর্ড বাছাই করতে হবে। ‌
  • Roll: ইংরেজিতে এসএসসি পরীক্ষার রোল নাম্বার লিখুন।
  • Reg. no: ইংরেজিতে রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।
  • Captcha: তারপর ক্যাপচা পূরণ করতে হবে।
  • Submit: সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করলে ssc রেজাল্ট দেখতে পারবেন।

পরিশেষে

আশা করি, মোবাইলে ssc রেজাল্ট দেখার নিয়ম আপনি এখন জানতে পেরেছেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিজেই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন উপরের ধাপগুলো অনুসরণ করে। এছাড়াও যদি মোবাইলে ssc রেজাল্ট বের করতে কোন অসুবিধা হয়। তাহলে আমাদের ব্লগে কমেন্ট করে জানাবেন।