20230625 235247

বিশেষ ম্যাচে মেসির হ্যাটট্রিক; তবে আর্জেন্টিনা হারলো ৭-৫ গোলে! (ভিডিও)

গতকাল ছিল আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির জন্মদিন। নিজের জন্মশহর রোজারিওতেই মেসি এবারের জন্মদিন উদযাপন করেছেন। একই দিনে ফুটবলকে বিদায় জানিয়েছেন নিউয়েলস ওল্ড বয়েজের কিংবদন্তি ম্যাক্সি রদ্রিগেজ। এ উপলক্ষে স্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে নিউয়েলস ওল্ড বয়েজ লিজেন্ডসের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলেছে আর্জেন্টিনা জাতীয় দল।

সাবেক-বর্তমানদের উপস্থিতিতে স্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়াম পরিণত হয়েছিল মিলনমেলায়। মাঠে নেমেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। প্রদর্শনী ম্যাচ হলেও আলো ছড়িয়েছেন মেসি। প্রথমার্ধেই পূরণ করেছেন হ্যাটট্রিক।

ম্যাচের চতুর্থ মিনিটে ট্রেডমার্ক ফ্রিকিকে নিজের প্রথম গোলটি করেন মেসি। দ্বিতীয় গোলটি করেন গোলরক্ষকের মাথার ওপর ফ্লিক করে। লিয়ান্দ্রো প্যারেদেসের বাড়ানো বলটা বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত এক ভলিতে করেছেন তৃতীয় গোলটি। দ্বিতীয়ার্ধে মাঠে নামেনটি মেসি।

নিউয়েলস ওল্ড বয়েজ ম্যাচটি জিতেছে ৭-৫ গোলে।