InCollage 20230622 192739843 ELm6Cu5P0f

কোপা আমেরিকা ২৪ এর আগে দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে!

একদিন আগেই ২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। টুর্নামেন্টটির প্রায় বছর খানেক আগেই এবার ফাঁস হয়ে গেল কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হোম জার্সি।

খেলার সরঞ্জাম ও বিভিন্ন দলের কিটভিত্তিক ওয়েবসাইট ফুটি হেডলাইনসের বরাত দিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতিমুহূর্তের আপডেট দেওয়া নির্ভরযোগ্য মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে এ খবর জানিয়েছে।

জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস আর্জেন্টিনার জার্সির স্পন্সর। বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানের প্রকাশের আগেই ফুটি হেডলাইনস জার্সির ছবি প্রকাশ করেছে।

দুই আসর পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। টুর্নামেন্টটির ঠিক এক বছর আগেই গতকাল (বুধবার) আসরের তারিখ ঘোষণা করে দিনগননা শুরু করেছে কনমেবল। অর্থাৎ তারিখ ঘোষণার দিন থেকে ৩৬৫ দিন পরে অনুষ্ঠিত হবে আসরটি।