image02 1687397518

বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার

ফুটবলে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। জাতীয় দলের পাশাপাশি দলটি দুর্দান্ত সময় পার করছে ফুটসাল ফুটবলেও। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা।

পেরু এবং উরুগুয়ের বিপক্ষে টানা দুই জয়ের পর বুধবার (২১ জুন) নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক গ্রান্দার হ্যাটট্রিকে সহজ জয় তুলে নেয় তারা।

ম্যাচ শুরুর মাত্র দ্বিতীয় মিনিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লুকাস গ্রান্দা। এরপর ম্যাচের ১২ মিনিটে ইকুয়েডরের বালারিজু গোল করে দলকে সমতায় ফেরান। দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টিনার গ্রান্দা।

এদিন মাঠের পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন যুব দলের অধিনায়ক গ্রান্দা। নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ৩-১ গোলেও এগিয়ে নেন গ্রান্দা। এদিকে, দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলা প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে।