গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অসাধারণ পারফর্ম করে ওপেনার নাঈম শেখ ওয়ানডে দলে ফিরলেও আফগানিস্তানের বিপক্ষে জায়গা পাননি এনামুল হক বিজয়। কম্বিনেশনের কারণে বাদ পড়া এই ওপেনারকে এখনও হিসেবের মধ্যেই রাখছেন আব্দুর রাজ্জাক।
২০২২ সালের প্রিমিয়ার লিগে রেকর্ড ১ হাজার ১৩৮ রান করেন বিজয়। সবশেষ আসরেও আবাহনীর হয়ে ৫৯.৫৭ গড়ে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান। তিনটি করে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি হাকান তিনি। কিন্তু এমন পারফরম্যান্সের পরও কম্বিনেশনের কারণেই বাদ পড়ছেন তিনি।
সোমবার (১৯ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই নির্বাচক বলেন, ‘এনামুল হক বিজয় ভালো খেলেছে। এখন টিম কম্বিনেশনে হচ্ছে না। যেহেতু টিম কম্বিনেশনের সঙ্গে যাচ্ছে না… কোনো সন্দেহ নেই, সে খুব ভালো খেলেছে, সে খুব ভালো ফর্মেও আছে।’
‘একটা টিম ফট করে ব্রেক করে দেয়া একটু কঠিন। সামনে আমাদের আরও প্রচুর খেলা আছে। কিন্তু বিজয় যে আমাদের হিসেবের বাইরে চলে গেছে সেটা কিন্তু না। বিজয় আমাদের হিসেবের মধ্যেই আছে।’
২০২২ ডিপিএলে পারফর্ম করার কারণেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান বিজয়। টি-টোয়েন্টিতে তেমন ভালো করতে না পারলেও ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন দুটি পঞ্চাশোর্ধ রানের ইনিংস।
তারপর ভারত সিরিজের দলেও নেয়া হয় তাকে। কিন্তু ভালো করতে না পারায় আবার বাদ পড়েন দল থেকে। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি বিজয়ের। বিজয়ের ব্যাপারে গত রবিবার মন্তব্য করেন চান্দিকা হাথুরুসিংহেও।
প্রধান কোচের ভাষ্যমতে, ‘হ্যাঁ বিজয়ও অনেক রান করেছে। গত বছরও অনেক ভালো করেছিল। কিন্তু আমি শুধু ১১ জন ক্রিকেটারকেই খেলাতে পারব।’