নিজের ইনজুরি নিয়ে গণমাধ্যমের কড়া জবাব তাসকিনের!

visit khelaprotidin.com 4

চোটের কারণে ক্যারিয়ারের অনেকটা সময় হারিয়ে গেছে তাসকিন আহমেদের। এই চোটের কারণেই ২০১৯ বিশ্বকাপে খেলা হয়নি এই পেসারের। তবে সব বাঁধা পেরিয়ে আবারও লাল-সবুজের জার্সি গায়ে দিয়েছেন তিনি। হয়ে উঠেছেন বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতা।

সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজেও চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি। অবশ্য ফিট হয়ে আফগানিস্তানের বিপক্ষেই ফিরছেন তিনি। মঙ্গলবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে এসেছিলেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন তার পক্ষে গা বাঁচিয়ে খেলা সম্ভব নয়।

তিনি বলেন, ‘গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আরও তো আমি পেস বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসলে। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ্‌ যাতে সুস্থ রাখেন, এটাই সবসময় দোয়া করি। ’

করোনা পরিস্থিতিতে ক্রিকেট যখন থমকে গিয়েছিল তাসকিন তখন ফিটনেস নিয়ে কাজ করেছেন। তাসকিন এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে ‘প্রসেস’ ভেবেই এগোচ্ছেন। কঠিন সময়েও তিনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখেছিলেন। এই পেসার মনে করেন তারই প্রতিদান পাচ্ছেন তিনি।

তাসকিন বলেন, ‘ইনজুরির কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহুর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য বিষয়টা। তবে এখন বুঝতে পারি, আল্লাহ্‌ যা করেন ভালোর জন্যই করেন।’

নিজের পরিবর্তন নিয়ে তাসকিনের ভাষ্য, ‘নিজের ওয়ার্ক এথিকস, প্রসেস কিছুটা বদলেছে। যা আমার জন্য ক্রিকেটার হিসেবে খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রসেসে আছি। এটাই একটা আত্মবিশ্বাস থাকে যে, আমি নিজের শতভাগ দিচ্ছি প্রসেসের ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।’

You May Also Like